Logo
Logo
×

বিনোদন

‘নতুন লুক’-এ সবাইকে হতবাক করলেন জেনিফার

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২২ পিএম

‘নতুন লুক’-এ সবাইকে হতবাক করলেন জেনিফার

প্রখ্যাত গায়িকা ও হলিউড অভিনেত্রী জেনিফার লোপেজ। শনিবার ক্লাইভ ডেভিসের প্রি-গ্র্যামি গালা অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজের নতুন লুক এবং সৌন্দর্য দিয়ে সবাইকে হতবাক করেছেন।

৫৫ বছর বয়সি লোপেজ এদিন একটি ব্রাউন কালারের লম্বা গাউন পরেছিলেন। যা তার আকৃতিকে আরও আকর্ষণীয় করে তোলে। গাউনটির সঙ্গে একটি বিলাসবহুল ফার কোটও পরেন লাস্যময়ী এই অভিনেত্রী।

প্রি-গ্র্যামি গালা অনুষ্ঠানে যাওয়ার আগে লোপেজ তার ইনস্টাগ্রামে ব্যাকলেস গাউন এবং হালটার কলার নেকলাইন পরা ছবি শেয়ারও করেন। একই সঙ্গে তিনি ডায়মন্ড স্টেটমেন্ট ইয়ার রিংস, টেনিস চকোয়ার এবং ম্যাচিং রিংস পরেছিলেন।

পোশাকটি সম্পূর্ণ করতে তিনি অম্ব্রে ব্রাউন ক্লাচ হাতে ধরেছিলেন এবং একটি স্লিক, পলিশড আপডু স্পোর্ট করেছিলেন।

ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে বেন অ্যাফলেকের সঙ্গে বিচ্ছেদের পর লোপেজ এই অনুষ্ঠানে জীবনটা নতুন করে শুরুর জন্য আত্মবিশ্বাসীভাবে অংশ নিয়েছেন।

প্রি-গ্র্যামি গালায় তাকে অ্যালিসিয়া কিজ, জে বালভিন এবং হ্যাভি ম্যাসন জুনিয়র, দ্য রেকর্ডিং অ্যাকাডেমির সিইও-সহ বিভিন্ন শিল্পীদের সঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছেন।

এছাড়াও তিনি অনুষ্ঠানের স্মরণীয় মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে রাখার ছবিতে পোজও দিয়েছেন।

ধারণা করা হচ্ছে, এই ইভেন্টের মাধ্যমে তিনি নিজের সিদ্ধান্তে দৃঢ়তার প্রমাণ দিয়েছেন। তার বার্তা, লোপেজ ২০২৫ সালকে নিজের বছর হিসেবে গড়ে তুলবেন, যা তার ব্যক্তিগত এবং পেশাগত জীবনের চ্যালেঞ্জের পর এসেছে। 

লোপেজ বর্তমানে নতুন নেটফ্লিক্স প্রোজেক্ট ‘অফিস রোমান্স’ নিয়ে কাজ করছেন। যেখানে তার সহশিল্পী টেড ল্যাসো তারকা ব্রেট গোল্ডস্টেইন। সূত্র: জিও নিউজ

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম