অভিনেতা বাপ্পারাজ বিচিত্র সব চরিত্রে অভিনয় করলেও দর্শকরা মূলত তার ‘ব্যর্থ প্রেমিক’ চরিত্রের সিনেমাগুলোকেও বেশি মনে রেখেছে। এমনকি বর্তমান সময়েও তার ২৯ বছর আগের ‘প্রেমের সমাধি’ সিনেমার একটি ডায়লগ নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে।
সিনেমাপ্রেমিরা মনে করেন, ব্যর্থ প্রেমেকি কিংবা বিরহের চরিত্রগুলোকে বাপ্পারাজ এমনভাবে ফুটিয়ে তুলতেন যে কারণে ওই চরিত্রগুলোকে বাস্তব মনে হতো। তবে এবার সেই ভাবধারা থেকে বেরিয়ে আসছেন এই অভিনেতা।
দীর্ঘদিন পর হলেও বাপ্পারাজ এবার লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় ফিরছেন অস্ত্র হাতেই।
রোববার (২ জানুয়ারি) সকালে অভিনেতা বাপ্পারাজ নিজের ফেসবুকে ওয়েব সিরিজের মাধম্যে নতুন রূপে ফেরার খবর দিয়েছেন। যে ওয়েব সিরিজের নাম ‘রক্তঋণ’।
এক সময়ের জনপ্রিয় এই নায়ক দীর্ঘদিন ধরেই কোনো সিনেমায় অভিনয় করেননি। এই সময়ে দেশের সিনেমা নিয়ে হতাশাও প্রকাশ করেন তিনি। অভিনয়ের প্রস্তাব পেলেও মনঃপূত না হওয়ায় নাম লেখাননি। এবার ওয়েব সিরিজে মাধ্যমে ভক্তদের মাঝে আবার হাজির হতে চলেছেন তিনি।
বাপ্পারাজের পোস্ট করা ‘ক্যারেক্টার টিজার’–এ শুরুতেই দেখা যায়, একটি দরজা খুলে যায়। ভেতরে থেকে ভেসে আসে ‘প্রেমের সমাধি’ শিরোনামের গানটি। পাশে একটি চায়ের কাপ থেকে ধোঁয়া উড়ছে। পাশে রাখা একটি পিস্তল।
জানা যায়, তার পরিচয় তিনি সায়েম জোব্বার। পেছন থেকে দেখা যায়, এই সায়েম একটি লেজার লাইট ধরে আছেন সামনের বোর্ডে। সেখানে পত্রিকার খবরগুলো সাঁটানো। পরে শোনা যায় সেই পুলিশ কর্মকর্তার কণ্ঠ। ‘এই হাফিজ, বন্ধ করো। অনেক তো বিরহ হলো। এবার একটু অ্যাকশন হয়ে যাক।’
চমক দিয়েই সেই জোব্বার চরিত্রে সামনে আসেন বাপ্পারাজ। তিনি এবার ফিরছেন ওয়েব সিরিজ দিয়েই।
‘ক্যারেক্টার টিজার’–এ সংলাপ দেখে বোঝা যায়, ক্রাইম থ্রিলার কোনো গল্প। যেখানে একের পর এক ঘটনাক্রমে খুন হয় চিকিৎসকেরা। কেনো এই রহস্যজনক খুন, সেটাই পুলিশ হয়ে উন্মোচন করবেন বাপ্পারাজ।
এই নায়কের সংলাপে সেটা পরিষ্কার হয়, শোন হাফিজ, সব ক্রাইমের একটা হোল থাকে। আমাদের কাজ সেই অপরাধের ফুটোটা বের করা। সবাই পায় না। সবাইকে দিয়ে সব কাজ হয় না হাফিজ।
ওয়েব সিরিজটির কাজ এখনো চলছে বলে জানিয়েছেন বাপ্পারাজ। বেশ কিছু অংশের শুটিংয়েও অংশ নিয়েছেন।
এ বিষেয়ে অভিনেতা বলেন, এখনো কাজ শেষ হয়নি। কাজ চলছে। আরও কিছু কাজ গুছিয়ে নিচ্ছি, তখন বিস্তারিত জানাব কাজটি নিয়ে।
ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা মোস্তফা খান সিহান। তিনি জানান, দীর্ঘদিন ধরেই তার পরিকল্পনা ছিল ওয়েব সিরিজ নির্মাণের। গল্পও ভেবে রেখেছিলেন। কিন্তু প্রধান চরিত্রের অভিনেতা হিসেবে চমক দিতে চাইছিলেন।
মোস্তফা সিহান বলেন, বিভিন্ন সময় দেখেছি বাপ্পারাজ ভাইয়ের সংলাপ, গল্প নিয়ে প্রচুর মিম তৈরি হয়েছে। কখনো কখনো ট্রলও হয়েছে। বলা হয়েছে ব্যর্থ প্রেমের নায়ক। বিরহের সিনেমার জন্য তিনি জনপ্রিয় ছিলেন। তার সেই ভাবমূর্তিকে পাশ কাটিয়ে একদমই থ্রিলার রহস্য গল্পে নিয়ে আসছি। অ্যাকশন ঘরানার সিনেমা দিয়ে ৮ বছর পরে তার কামব্যাক হচ্ছে। দর্শকদের আমরা রিপ্লাই দিতে চাই বাপ্পারাজের নতুন চরিত্র দিয়ে।
পরিচালক জানান, সম্প্রতি বাপ্পারাজের হেনা চরিত্র নিয়ে অনেক কথা হচ্ছে। যে কারণে তাদের কাছে মনে হয়েছে সিরিজের প্রচারণার এখনই মুখ্য সময়। বাপ্পারাজকে ভক্তরা কীভাবে নেন, সেটাই এখন দেখার অপেক্ষা।
পরিচালক বলেন, বাপ্পারাজ ভাই গল্পটি পছন্দ করেছেন। তার তো একটা ভাবমূর্তি রয়েছে। সেটা মাথায় রেখেই আমরা গল্প সাজিয়েছি। এটা সময়ের গল্প। দর্শকেরা নতুন বাপ্পারাজকে পাবেন।
ঢাকায় সম্প্রতি শুটিং শুরু হয়েছে। তবে কোথায় প্রচারিত হবে ওয়েব সিরিজটি, সেটা এখনো চূড়ান্ত নয়। এখনো বড় অংশের কাজ বাদ রয়েছে।
তবে পরিচালক জানান, ‘রক্তঋণ’ দেশের ভালো একটি প্ল্যাটফর্মেই যাবে। সেভাবেই তারা এগোচ্ছেন। সিরিজটির গল্প লিখেছেন মিড নাইট স্টুডিও টিম। থ্রিলার এই সিরিজের ব্যাকগ্রাউন্ড মিউজিক করছেন আমির মোস্তফা খান। এই সিরিজে আরও অভিনয় করেছেন শাহেদ আলী, আরশ খান, নাদিয়া হক, খালিদ হাসান প্রমুখ।