Logo
Logo
×

বিনোদন

যে কারণে বলিউড সিনেমাকে ‘অসুস্থ’ আখ্যা দিলেন নাসিরুদ্দিন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৪ পিএম

যে কারণে বলিউড সিনেমাকে ‘অসুস্থ’ আখ্যা দিলেন নাসিরুদ্দিন

বলিউডের প্রভাবশালী অভিনেতা নাসিরুদ্দিন শাহ তার স্পষ্ট বাগ্মিতার জন্য বরাবরই পরিচিত। বিভিন্ন সময় সিনেমার জগৎ থেকে শুরু করে রাজনৈতিক ইস্যুতে সোচ্চার হতে দেখা যায় তাকে। 

এবার বলিউড ইন্ডাস্ট্রির একপেশে পুরুষতান্ত্রিক আধিপত্যের সমালোচনা করে বিষয়টিকে ‘অসুস্থ’ আখ্যা দিয়েছেন এই অভিনেতা। পুরুষতন্ত্রকে জোরালোভাবে তুলে ধরা এবং নারীদের প্রতি ঘৃণা দেখানো হয়- এমন সিনেমা নিয়ে হতাশাও প্রকাশ করেছেন তিনি। 

সম্প্রতি কেরালা ফিল্ম ফেস্টিভ্যালে সিনেমার খারাপ অবস্থা নিয়ে অভিনেত্রী রেবতির সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নাসিরুদ্দিন শাহ বলেন, পুরুষতন্ত্র নির্ভর সিনেমা আসলে অসুস্থ মানসিকতার। এমন সিনেমা যখন বক্স অফিসে সাফল্য পায়, মনে প্রশ্ন জাগে- কোন সমাজে বাস করি?

আগামী প্রজন্ম এসব সিনেমা দেখে হতাশ হবে বলেও মন্তব্য করেছেন গুণী এ অভিনেতা। 

তিনি বলেন, আগামী প্রজন্ম যখন ২০২৫ সালের সিনেমার দিকে তাকাবে, জানতে চাইবে, কী ধরনের সিনেমা তৈরি হয়েছিল? এ ধরনের সিনেমা দেখে অত্যন্ত হতাশ হবে তারা। তাদের মনে হবে গোটা বিষয়টাই ট্র্যাজেডি। 

এসব সিনেমা টাকা কামানোর জন্যই তৈরি করা হয় বলে মন্তব্য করেন নাসিরুউদ্দিন। ক্যারিয়ারে তিনিও এমন কিছু সিনেমা করে থাকলেও সেগুলোর জন্য এখন সবচেয়ে বেশি অনুশোচনা হয় বলে জানান অভিনেতা।

তার কথায়, আমিও কিছু সিনেমা করেছি, যেগুলো শুধু টাকার জন্য। এটাই সত্যি। আমার মনে হয় না, টাকার জন্য কাজ করতে কারও লজ্জা পাওয়া উচিত। তব ওই সিনেমাগুলোর জন্য আমি দুঃখিত।

তবে যা হয়ে গেছে তা যাতে ভবিষ্যতে আর কখনো না হয়, সেদিকে নজর দেবেন বলেও জানিয়েছেন নাসিরুদ্দিন শাহ। অঙ্গীকার করেছেন, নারীদের জন্য অবমাননাকর বা অপমানজনক হয়- এমন কোনো সিনেমা তিনি করবেন না।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম