Logo
Logo
×

বিনোদন

যে কারণে মাহিরা খানের কাছে কৃতজ্ঞ জারার খান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩৬ পিএম

যে কারণে মাহিরা খানের কাছে কৃতজ্ঞ জারার খান

পাকিস্তানের তরুণ অভিনেত্রী ও মডেল জারার খান। সম্প্রতি টিভি নাটক ও টেলিফিল্মে তার অভিনয় দারুণ প্রশংসা কুড়াচ্ছে। পাকিস্তানের উঠতি এ অভিনেত্রী তার ক্যারিয়ারের আজকের অবস্থার জন্য পেছনে পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খানের ভূমিকা রয়েছে বলে জানিয়েছেন।

তিনি জানান, তার ক্যারিয়ার শুরু হয়েছিল যখন মাহিরা খানের সৌজন্যে। তিনিই প্রথম তার প্রতিভা চিনে তাকে কাজ দেওয়ার প্রস্তাব করেছিলেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে জারার খান তার জীবন এবং ক্যারিয়ার সম্পর্কে বিস্তারিত জানিয়ে এসব কথা বলেন।

অভিনেত্রী জানান, একটি কমার্শিয়ালে কাজ করার পর তাকে মাহিরা খানের সঙ্গে একটি চলচ্চিত্রে ছোট একটি ভূমিকায় অভিনয় করার প্রস্তাব দেওয়া হয়।

জারার বলেন, শুটিংয়ের সময় মাহিরা খান আমার দক্ষতার প্রশংসা করেছিলেন এবং আমাকে তার স্পোর্টস সিরিজের একটি চরিত্রে অভিনয়ের ‍সুযোগ করে দিয়েছিলেন, যা আমার ক্যারিয়ারের শুভ সূচনা এনে দিয়েছিল।

সেই সিরিজের পর জারার খান ৭-৮টি নাটক, টেলিফিল্ম, সিনেমা এবং ওয়েব সিরিজে অভিনয় করেছেন। সম্প্রতি টিভি নাটকে তার অভিনয় ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। যা তার জনপ্রিয়তা বৃদ্ধিতেও সাহায্য করেছে।

জারার খান বর্তমানে মাহিরা খান এবং ফাওয়াদ খানের সঙ্গে একটি সিনেমায় কাজ করছেন। শীঘ্রই সিনেমাটি পাকিস্তানের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম