Logo
Logo
×

বিনোদন

জেরিন খানের ফৌজদারি মামলা বাতিল করল কলকাতা হাইকোর্ট

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ০৬:৪০ পিএম

জেরিন খানের ফৌজদারি মামলা বাতিল করল কলকাতা হাইকোর্ট

২০১৮ সালের নভেম্বরে কলকাতায় কালীপূজার একটি অনুষ্ঠানে অতিথি শিল্পী হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বালিউড অভিনেত্রী জেরিন খানের। তবে সেই অনুষ্ঠানে উপস্থিত না হওয়ায় আয়োজক কমিটি তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করে। দীর্ঘ শুনানির পর বৃহস্পতিবার সেই মামলা বাতিল কলেছে কলকাতা হাইকোর্ট। 

ফিনিক্স ট্যালেন্ট ম্যানেজমেন্টের দায়ের করা সেই মামলায় দাবি করা হয়, ১২ লক্ষ রুপি পেমেন্ট পাওয়ার পরও জেরিন খান তার চুক্তিবদ্ধ বাধ্যবাধকতা লঙ্ঘন করেছেন, যার ফলে সংস্থার ৪২ কোটি টাকার ক্ষতি হয়েছে।

এমন অভিযোগে অভিনেত্রী এবং তার সহযোগীদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ৪০৬, ৪২০, ৫০৬ এবং ১২০বি ধারার অধীনে ষড়যন্ত্র, বিশ্বাসভঙ্গ, প্রতারণা এবং হুমকি দেওয়ার অভিযোগ মামলা দায়ের করা হয়। পরবর্তীতে ২০২৩ সালে এ বিষয়ে একটি চার্জশিট দাখিল করা হয় এবং মামলাটি শিয়ালদহের একটি বিচারিক আদালতে শুনানি চলছিল।

জেরিন খান তার আত্মপক্ষ সমর্থনে বলেন, বিষয়টি চুক্তিভিত্তিক এবং ফৌজদারি মামলার আওতায় পড়া উচিত নয়। 

কলকাতা বিচারপতি বিভাস রঞ্জন দে একমত পোষণ করে বলেন, দেওয়ানি বিরোধ নিষ্পত্তির জন্য ফৌজদারি আদালত ব্যবহার করা হয় না। 

বিচারপতি আরও উল্লেখ করেছেন যে, একই বিষয়ে একটি দেওয়ানি মামলা ইতোমধ্যেই মুম্বাইয়ের একটি আদালতে বিচারাধীন।

কলকাতা হাইকোর্ট জোর দিয়ে জানিয়েছে, এই বিরোধের ফলে ফৌজদারি ব্যবস্থা নেওয়ার কোনো প্রয়োজন নেই। তাই জেরিন খানের মামলা বাতিলের আবেদন মঞ্জুর করা হয়।

এই রায়ের মাধ্যমে জেরিন খান তার বিরুদ্ধে পাঁচ বছর ধরে চলমান ফৌজদারি মামলা থেকে অব্যহতি পেলেন। যদিও দেওয়ানি মামলাটি এখনো অমীমাংসিত রয়েছে। 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম