Logo
Logo
×

বিনোদন

তবুও ‘ভাইজান’ স্তুতি কঙ্গনার কণ্ঠে

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ০৩:০৮ পিএম

তবুও ‘ভাইজান’ স্তুতি কঙ্গনার কণ্ঠে

ছবি: সংগৃহীত

বলিউডের অধিকাংশজনই খবরটি জানতেন, সালমান খানের কথা ফেলতে পারতেন না কঙ্গনা রানাউত। কিন্তু সেই সময় ফুরিয়ে গেছে। পরস্পর নিজেদের বিরুদ্ধে কথা বলাও এখন স্বাভাবিক ঘটনা। কঙ্গনার মুভিতে অভিনয় করার প্রস্তাব ফেরানোর পরই সম্পর্কে অবনতি। কিন্তু সম্প্রতি ‘কন্ট্রোভার্সি কুইন’ খ্যাত কঙ্গনার কণ্ঠে ঝড়েছে ‘ভাইজানের’ প্রশংসা।

কঙ্গনা কারও প্রশংসা করেন, তাও আবার বলিউড খানদের একজন! বিষয়টি নেট দুনিয়ায় নতুন চর্চার জন্ম দিয়েছে। তবে কঙ্গনা রাগঢাক না রেখেই বলেছেন তিনি এখনও সালমানকে সম্মান করেন। তবে তিনি এও জানেন, কখনও বলিউড ভাইজানের সঙ্গে আর কাজ করা হবে না তার।

নিজের পরিচালনায় আসতে যাওয়া ‘ইমারজেন্সি’ মুভির প্রচারণায় গিয়ে ভারতীয় গণমাধ্যম নিউজ ১৮ এ কঙ্গনা বলেন, ‘সালমান আমার ভালো একজন বন্ধু। আমাদের অনেকবার এক সঙ্গে কাজ করার সুযোগ এসেছিল। কিন্তু জানি না, কি হবে। হয়তবা কখনও আর একসাথে কাজ করা হবে না।’

ইমারজেন্সি মুভির ট্রেইলার প্রকাশের দিন সালমানকে ভারতের অন্যতম সুপারস্টার বলেছেন কঙ্গনা। তার মতে, সালমানের সহযোগিতার কারণেই তিনি বেশ কয়েকবার কন্ট্রোভার্সিতে পড়েছিলেন। কঙ্গনা বলেছেন, ‘ সালমান জি’কে দেখুন, তার কত ফ্যান-ফলোয়ার, কত মানুষ তাকে ভালোবাসে। যারা তাকে পছন্দ করে তারা পছন্দ করেই যাবে। তেমনি কিছু ক্ষেত্রে যারা অপছন্দ করে, তারাও করে যাবে।’

কঙ্গনা জানিয়েছেন, সালমান তাকে ‘বাজরঙ্গি ভাইজান’ ও ‘সুলতান’ মুভিতে অভিনয় করার জন্য প্রস্তাব দিয়েছিলেন। যদিও শেষ পর্যন্ত সেই সব মুভিতে তার কাজ করা হয়নি। কিন্তু তার পরও সালমানের প্রতি শ্রদ্ধাবোধ কমছে না কঙ্গনার।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম