Logo
Logo
×

বিনোদন

‘কাহো না... পেয়ার হ্যায়’ খ্যাত হৃতিকের রজত জয়ন্তী

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ০৪:৩৩ পিএম

‘কাহো না... পেয়ার হ্যায়’ খ্যাত হৃতিকের রজত জয়ন্তী

দেখতে দেখতে ২৫ বছর হয়ে গেল বলিউড ইন্ডাস্ট্রিতে ‘কাহো না... পেয়ার হ্যায়’খ্যাত অভিনেতা হৃতিক রোশনের। ২০০০ সালের ১৫ জানুয়ারি মুক্তি পেয়েছিল ‘কাহো না... পেয়ার হ্যায়’। এটি সেই সময় বলিউডের সফলতম ছবি ছিল। এই ছবির প্রযোজক ও পরিচালক হিসেবে রাকেশ রোশন প্রথম ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন। বাবা রাকেশ রোশনের এ ছবিটি দিয়ে বলিউডে অভিষেক হয়েছিল হৃতিক রোশনের। সেই সঙ্গে অভিষেক হয় অভিনেত্রী আমিশা প্যাটেলেরও। চলতি বছর ছবিটির ২৫ বছর পূর্ণ হচ্ছে। সেই সঙ্গে পূর্ণ হচ্ছে হৃতিক রোশনের ক্যারিয়ারের ২৫ বছরও।

এ ছবিতেই অভিনেতা হৃতিক রোশন সেরা নবাগত অভিনেতা ও সেরা অভিনেতার ফিল্মফেয়ার পুরস্কার পান । মাত্র ১০ কোটি রুপি বাজেটের এ ছবিটি বক্স অফিসে ৮০ কোটি রুপি ব্যবসা করে।

আগামীকাল ১০ জানুয়ারি হৃতিক রোশনের জন্মদিন। এদিকে ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে হৃতিকের জন্মদিনে আবার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘কাহো না...পেয়ার হ্যায়’ ছবিটি। ক্যারিয়ারের এই মাইলফলকের সামনে দাঁড়িয়ে আবেগাপ্লুত অভিনেতা।

এ প্রসঙ্গে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন অভিনেতা। হৃতিক রোশন বলেন, তিনি আদতে ‘লাজুক ছেলে’। গণমাধ্যম তাকে আরও দায়িত্বশীল ও জবাবদিহিমূলক হতে সাহায্য করেছে।

হৃতিক বলেন, ‘এই দীর্ঘ সময়ে আমি আরও দায়িত্বশীল হয়ে ওঠার চেষ্টা করেছি। চেয়েছি মানুষ হিসেবে নিজেকে আরও বিনয়ী হতে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম