ধীরে ধীরে প্রকাশ্যে আসছে এই ছবির একাধিক লুক। আর এবার প্রকাশ্যে এক ‘বিনোদিনী’ ছবিতে গুরমুখ রাই চরিত্রের ছবি। রামকমল মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিতে গুরমুখ রাইয়ের ভূমিকায় দেখা যাবে মীর আফসর আলিকে।
আজ প্রকাশ্যে এল তার লুক। এই লুকে কার্যত অচেনা মীর। হাতে হুঁকো, মাথায় টুপি দিয়ে ‘গুরমুখ রাই’ এর চরিত্রের লুক আজ প্রকাশ্যে এসেছে। সঙ্গে লেখা হয়েছে, ‘স্বার্থ এবং স্বার্থপরতার এক বিরল দর্শক ছিলেন বাংলার ধনী ব্যবসায়ী গুরমুখ রাই। শুধু বিনোদিনী নয়, তার কথার মর্যাদা রাখতে অক্ষম হয়েছিল গোটা বঙ্গ সমাজ।'
এর আগে প্রকাশ্যে এসেছিল এই ছবির শ্রীরামকৃষ্ণের লুক। এই চরিত্রে দেখা যাবে, চন্দন রায় সান্য়ালকে।