Logo
Logo
×

বিনোদন

হৃতিকের তারকা খ্যাতি পাওয়ার পেছনে ‘ভাইজান’

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ০৩:২৬ পিএম

হৃতিকের তারকা খ্যাতি পাওয়ার পেছনে ‘ভাইজান’

ছবি: সংগৃহীত

বলিউডে আজকে যারা সুপারস্টার, তাদের অনেকের পেছনে অবদান রয়েছে সালমান খানের। বলিউড বাদশার স্তুতি গাইতে আগে শোনা গেছে, ক্যাটরিনা কাইফ, ববি দেওল, স্নেহা উল্লাল কিংবা সুরাজ পাঞ্চোলির মতো তারকা। সেই সালমানই ছিলেন হৃদিক রোশনের পেছনে। বলিউডে অন্যতম সফল অভিনেতা বনে যাওয়া হৃতিককে মানসিকভাবেও সাপোর্ট দিয়েছিলেন সালমান।

‘কাহো না পেয়ার হ্যায়’ মুভির মাধ্যমে রাতারাতি সুপারস্টার হয়ে ওঠা হৃতিকের পথটাও ছিল অন্য সবার মতো বন্ধুর। সেই সময়ে আজকের মতো এত আকর্ষণীয় এবং সুঠাম দেহের অধিকারী ছিলেন না হৃতিক। তখন পরামর্শ দিয়েছিলেন সালমান। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউড বাদশার প্রশংসা করেছেন হৃতিক।

‘রেন্ডেজভাস উইথ সিমি গারেওয়াল’—এ হৃতিক বলেন, ‘চলচ্চিত্রে আসার আগে খুবই পাতলা ছিলাম। তখন শরীর নিয়ে অনেক কাজ করার দরকার ছিল। সে সময় আমি সালমান খানের কাছে সাহায্য চাইছিলাম। তিনি ছিলেন প্রথম ব্যক্তি যিনি আমার শারীরিক উন্নতির জন্য সহযোগিতা করেছিলেন।’

শুধু শরীর গঠনেই নয়, সালমান খান পূর্ণ সমর্থণ রেখেচিলেন হৃতিকের প্রতি, ‘সালমান শুধু শারীরিক প্রশিক্ষণেই সাহায্য করেননি। যেভাবে মানসিক শক্তি দিয়েছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তিনি বিশ্বাস করিয়েছিলেন যে আমি একদিন বড় নাম হব। এটা ছিল তার দারুণ সমর্থন।’

হৃতিকের আজকের হৃতিক হয়ে ওঠার পেছনে যার অবদান, সেই সালমানকে ভাই হিসেবে মানেন ‘ধুম’ সিনেমার এই তারকা, ‘যতবারই তিনি আমার পাশে দাঁড়িয়ে আমাকে সমর্থন দিয়েছেন। তিনি ততবারই আমার ভাইয়ের মতো ছিলেন। যখনই তিনি আমাকে সহায়তা করেন, আমি সবসময় তাকে ভাই হিসেবে অনুভব করি।’

মাত্র কয়েক দিন পরই ৫১ বছরে পা দিতে চলেছেন হৃতিক। তবে তাকে দেখে কে বলবে সেটা! পেটানো শরীর আর জিমে নিজেকে গড়ে নেওয়া হৃতিক এখনও সবুজ। আগামীতে তাকে দেখা যাবে ওয়ার ২ মুভিতে। সেখানে তার সঙ্গে থাকবেন জুনিয়র এনটিআর। স্পাই-থ্রিলার ঘরোনার সিনেমাটি প্রেক্ষাগৃহে আসতে পারে এবছরের আগস্টে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম