Logo
Logo
×

বিনোদন

কত দিন ধরে প্রেম করেন তাহসান–রোজা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ০৬:৩৩ পিএম

কত দিন ধরে প্রেম করেন তাহসান–রোজা

ফাইল ছবি

তাহসান-রোজার বিয়ে এ মুহূর্তে শোবিজ অঙ্গনের সবচেয়ে আলোচিত বিষয়। সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে আলোচনার অন্ত নেই।

তাহসান বিয়ে নিয়ে মুখ খুললেও চুপ ছিলেন তার স্ত্রী উম্মে হাবিবা রোজা। অবশেষে ইনস্টাগ্রামে বেশ কিছু বিয়ের ছবি আপলোড দিয়ে আলোচনা আরও খানিকটা উসকে দিলেন তাহসান-পত্নী।

তাহসানের সঙ্গে মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের বিয়ে পারিবারিকভাবেই হয়েছে। শনিবার সন্ধ্যায় রাজধানী ঢাকার একটি কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়। এদিন রাতেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন রোজার চাচা মনা আহমেদ।

তিনি বলেন, শনিবার সন্ধ্যায় দুই পরিবারের উপস্থিতিতে তাহসান-রোজার বিয়ে সম্পন্ন হয়।

তবে কয়দিনের পরিচয়ে তাদের বিয়ে হয়ে তা এখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার বিষয়।

তাহসান নিজে শনিবার জানান, তিনি বিয়ে করছেন। সন্ধ্যায় দেশেই সারেন বিয়ের পর্ব।

তাহসান ও রোজার চার মাসের পরিচয়। পরে তারা বিয়ের সিদ্ধান্ত নেন।

দুজনই নিজেদের পছন্দের কথা একে অন্যকে জানান। বিয়ের পরের আনুষ্ঠানিকতা দেশের পাশাপাশি যুক্তরাষ্ট্রেও হতে পারে।

বিয়ের পর্ব সেরে রোজা ঢাকায় ব্রাইডাল মেকআপের ওপর দুই দিনের প্রশিক্ষণ নেবেন। জানা যায়, তারপরই তারা আবার যুক্তরাষ্ট্রে যাবেন। নিজেদের পছন্দের পোশাকেই বিয়ের পীড়িতে বসেন তারা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম