Logo
Logo
×

বিনোদন

‘স্কুইড গেম টু’-এ তোলপাড় সারাবিশ্ব, আসছে সিক্যুয়েল

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ০৫:২১ পিএম

‘স্কুইড গেম টু’-এ তোলপাড় সারাবিশ্ব, আসছে সিক্যুয়েল

ছবি: সংগৃহীত

নতুন বছরের সবচেয়ে প্রত্যাশিত সিরিজ ‘স্কুইড গেম টু’। আর মুক্তির পর দর্শক উন্মাদনাও দেখা যায়। ভাগ্যবদল আর মৃত্যুর খেলায় আরও দ্বিগুণ উন্মাদনা নিয়ে ফিরে এসে তোলপাড় করে দিয়েছে নেটফ্লিক্সের সেরা এ আবিষ্কার। আগামীতে ‘স্কুইড গেম থ্রি’ নিয়ে আসছে নেটফ্লিক্স। 

প্রতিশোধের আগুন নিয়ে প্লেয়ার নম্বর ৪৫৬ আবার ফিরে আসে ভাগ্য পরীক্ষার মঞ্চে। তবে সে কি পারবে জীবনের বিনিময়ে ভাগ্যবদলের এ খেলা বন্ধ করতে? নাকি আবার মৃত্যুর কোলে ঢলে পড়বেন অসংখ্য নিরীহ মানুষ! বিশ্বব্যাপী জনপ্রিয় কোরিয়ান সিরিজ ‘স্কুইড গেম’ ফ্র্যাঞ্চাইজির গল্পগুলো ঠিক এমনই— জীবনের বিনিময়ে ভাগ্যবদলের খেলা। এখন সিরিজটির দ্বিতীয় সিজন নিয়ে তোলপাড় চলছে সারাবিশ্বে; সঙ্গে একের পর এক রেকর্ড ভাঙছে নেটফ্লিক্স। 

স্কুইড গেমের চলমান ঝড়ের মাঝেই নতুন ঝড়ের পূর্বাভাস দিল সিরিজটির নির্মাতা সংস্থা নেটফ্লিক্স। নতুন বছরের প্রথম দিনে ‘স্কুইড গেম’ ভক্তদের উদ্দেশে নেটফ্লিক্স জানিয়েছে, চলতি বছরেই ‘স্কুইড গেম’-এর তৃতীয় সিজন আসছে। যদিও নির্দিষ্ট কোনো দিনক্ষণ জানায়নি নেটফ্লিক্স। তবে একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, এ বছর ২৭ জুন নেটফ্লিক্সে স্ট্রিমিং হতে যাচ্ছে ‘স্কুইড গেম’-এর তৃতীয় সিজন।

উল্লেখ্য, এর আগে ২০২১ সালের সেপ্টেম্বরে ‘স্কুইড গেম’-এর প্রথম সিজন মুক্তি পায়। বিশ্বজুড়ে আলোচনার ঝড় তুলে মুক্তির মাত্র ২৮ দিনে ১.৬ বিলিয়ন ঘণ্টা দেখে দর্শকরা। সেই সময় এমিসহ বেশ কিছু পুরস্কারও পেয়েছিল সিরিজটি। তিন বছর পর এলো এর দ্বিতীয় সিজন। গত বছর ২৬ ডিসেম্বর মুক্তি পায় ‘স্কুইড গেম-টু। আর প্রথম সিজনের মতো দ্বিতীয় সিজনেও মূল চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা লি জাং জে। এ ছাড়া প্রথম সিজনের অনেকেই রয়েছেন দ্বিতীয় সিজনেও। 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম