Logo
Logo
×

বিনোদন

পোস্টে কাকে ‘ননসেন্স’ বললেন বুবলী?

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৪, ০৮:১৮ এএম

পোস্টে কাকে ‘ননসেন্স’ বললেন বুবলী?

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলি। কয়েকবছর আগেই শাকিব খানের সঙ্গে তার বিয়ের এবং সন্তানের বিষয়টি সামনে আসে। তবে সন্তান নিয়ে প্রকাশ্যে আসার পর দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়।

শাকিব খানের আগের স্ত্রী অপু বিশ্বাসের সঙ্গেও দ্বন্দ্ব রয়েছেন বুবলীর। যা বিভিন্ন সময়ে তাদের কথা-বার্তায় প্রকাশ পেয়েছে। দুজনই একে অপরকে নিয়ে নানা ধরনের ইঙ্গিতপূর্ণ কথা বলেন গণমাধ্যম ও সামাজিকমাধ্যমে।

সম্প্রতি এক অনুষ্ঠানে অপু বিশ্বাস বলেন, ‘আমার সন্তান আব্রাম খান জয় না থাকলে যে প্রসঙ্গটা সৃষ্টি হয়, তাদের আমার যোগ্য বলেই মনে করতাম না। এই ইন্ডাস্ট্রিতে আমার ১৭ বছর চলছে। তাই তাকে আমার যোগ্য বলেই মনে করতাম না।’ কাকে তিনি যোগ্য মনে করছেন না, তা নেটিজেনরাও বুঝে নিয়েছেন।

বুবলীর নাম না উল্লেখ করে এবারও ইঙ্গিতপূর্ণ কথা বলেছেন অপু, সেটা নিয়ে বুবলীর পক্ষ থেকে কোনো প্রতিউত্তর পাওয়া যায়নি এত দিন। তবে বুবলীর সাম্প্রতিক একটি পোস্টে 'জবাব' নিয়ে কিছু একটার ইঙ্গিত পাওয়া গেল।

বৃহস্পতিবার সন্ধ্যায় তিনটি ছবি পোস্ট করে বুবলী লেখেন, ‘ইন দ্য ফেসব অব ননসেন্স, সাইলেন্স ইজ দ্য বেস্ট রিপ্লাই।’ যার অর্থ, ‘অবাস্তবতার সামনে নীরবতাই সেরা জবাব।’ এতে নায়িকা বুঝিয়ে দিলেন, আপাতত কথা নিয়ে যুদ্ধে জড়াতে চাইছেন না তিনি।

২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেন শাকিব খান ও অপু বিশ্বাস। ২০১৭ সালের ১০ এপ্রিল এই দম্পতির বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। ২০১৮ সালের ১২ মার্চ বিবাহবিচ্ছেদের মাধ্যমে দাম্পত্য জীবনের ইতি টানেন তারা। এরপর ২০১৮ সালের ২০ জুলাই শবনম বুবলীকে গোপনে বিয়ে করেন শাকিব খান। এরপর শাকিবের এ সংসারও ভেঙে যায়।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম