Logo
Logo
×

বিনোদন

প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম আর কোনো দিন প্রেমে জড়াব না: বিবেক

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:৩৪ এএম

প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম আর কোনো দিন প্রেমে জড়াব না: বিবেক

ছবি: সংগৃহীত

এক সময় বলিউড অভিনেতা বিবেক ওবেরয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের প্রেমে হাবুডুবু খান। সাবেক এ বিশ্বসুন্দরীকে নিয়ে বলি ইন্ডাস্ট্রিতে সেই সময় চর্চা ছিল। তাদের দুজনকে নিয়ে কম জল ঘোলা হয়নি বিনোদন জগতে। এমনকি অভিনেতা সালমান খানের সঙ্গেও দ্বন্দ্বে জড়িয়ে যায়। বিবেকের সেই প্রেমসম্পর্ক চলে কয়েক বছর। 

ঘটনা ২০০৩ সালের।  ‘কিউ হো গায়া না’ ছবির সেটে রাই সুন্দরীর সঙ্গে বিবেকের প্রেম শুরু। সেই সময় ঐশ্বরিয়া ও বিবেকের প্রেমসম্পর্ক ইন্ডাস্ট্রিতে চাউর। ঐশ্বরিয়াকে নিয়ে এর মাঝেই সালমানের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন বিবেক। এমনকি সালমান খান তাকে ফোনে হুমকি পর্যন্ত দেন। এরপর ২০০৫ সালে ঐশ্বরিয়া-বিবেকের বিচ্ছেদ হয়। ২০১০ সালে প্রিয়াংকা আলভার সঙ্গে বিবাহসূত্রে আবদ্ধ হন বিবেক। দম্পতির এক পুত্র ও এক কন্যা রয়েছে।

সম্প্রতি প্রেমজীবনের ওঠাপড়া প্রসঙ্গে উপলব্ধি শেয়ার করে নিয়েছেন অভিনেতা বিবেক ওবেরয়। জানিয়েছেন একসময়ে প্রেমভাঙার কারণে তিনি খুবই কষ্ট পেয়েছিলেন। শুধু তাই নয়, প্রেমভাঙার পর অভিনেতা নাকি আর সম্পর্কে জড়াননি।

বিবেক বলেন, আমরা অনেক সময় মন ভালো করার পরিবর্তে আবেগের ওপর জোর দিই। আমার সেই মন খারাপের অবস্থা প্রায় পাঁচ বছর ছিল। তার পর আমি প্রিয়াংকাকে খুঁজে পাই।

এ অভিনেতা বলেন, নেতিবাচক এক পরিস্থিতির মধ্যে প্রবেশ করেছিলাম। প্রেমে ডুবে থাকা নিজের সেই সত্তাকে ভুলেই গিয়েছিলাম। নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম যে, আর কোনো দিন প্রেমে জড়াব না। 

বিবেক বলেন, সময়ের সঙ্গে তিনি নিজেকে বদলে ফেলেন। তারপর আবার জীবন সম্পর্কে তার মনে ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রবেশ করে। তবে সবটাই তার স্ত্রী প্রিয়াংকা আলভার জন্য। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম