Logo
Logo
×

বিনোদন

দীর্ঘ অপেক্ষার অবসান, এবার জুটি বাঁধছেন সালমান-হৃতিক!

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ০৪:১৪ পিএম

দীর্ঘ অপেক্ষার অবসান, এবার জুটি বাঁধছেন সালমান-হৃতিক!

ছবি: সংগৃহীত

বলিউড সিনেমার দর্শকদের দীর্ঘদিনে প্রত্যাশা ছিল অন্তত একবার হলেও সালমান খান-হৃতিক রোশনকে এক ছবিতে দেখার। শারীরিক সৌষ্ঠবে দুজনেই দুজনকে টেক্কা দিতে পারেন। জনপ্রিয়তার দিক থেকেও তাই। কিন্তু বিষয়টি যে কিছুতেই সম্ভব হচ্ছিল না। 

তবে অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসানের ইঙ্গিত পাওয়া গেল। ‘টাইগার’-‘কৃশ’ হাত মেলাচ্ছেন, পর্দা ভাগ করতে চলেছেন। তবে বড় পর্দা নয়। শীর্ষস্থানীয় এক সংস্থার বড় বাজেটের বিজ্ঞাপনী ছবিতে। পরিচালনায় আলি আব্বাস জাফর। যার ঝুলিতে ‘সুলতান’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ভারত’-এর মতো ব্লকবাস্টার ছবি।

যদিও সংস্থার দাবি, বিজ্ঞাপনী ছবি বলে কোনো কার্পণ্য করা হচ্ছে না। অ্যাকশনে মোড়া থাকবে ছবির প্রতি মুহূর্ত। সেই জন্যই এই দুই তারকাকে বাছা হয়েছে। এবং এই একটি ছবি দুই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে। এই ছবি দিয়ে দীর্ঘদিন পরে ফের সালমান-জাফর জুটি বাঁধতে চলেছেন। একইভাবে পরিচালক এই প্রথম হৃতিককে পরিচালনা করতে চলেছেন।

শোনা যাচ্ছে, খুব শীঘ্রই শুটিং শুরু হবে। মুম্বাই জুড়ে শুটিংয়ের জায়গা বাছা হচ্ছে। বিশেষ মুহূর্তে তৈরি করতে বিদেশের কিছু জায়গা ভিএফএক্স-এর মাধ্যমে ছবিতে নাকি জোড়া হবে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম