Logo
Logo
×

বিনোদন

ফের বুবলীকে খোঁচা দিলেন অপু বিশ্বাস!

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:০৬ পিএম

ফের বুবলীকে খোঁচা দিলেন অপু বিশ্বাস!

ঢাকাই সিনেমার নায়িকা অপু বিশ্বাস। বর্তমানে সিনেমা কাজে খুব একটা দেখা যায় না। থিতু হওয়ার চেষ্টা করছেন ইউটিউবকেন্দ্রিক কাজে। তার আরও একটি পরিচয় আছে। চিত্রনায়ক শাকিব খানের সাবেক স্ত্রী। তাদের এক ছেলে সন্তান রয়েছে। শাকিব-অপুর সংসারের ইতি টানার পরই, শাকিবের জীবনে জড়িয়ে পড়েন নায়িকা শবনম বুবলী। তিনিও এখন শাকিবের সাবেক স্ত্রী। 

বর্তমানে এ দুই নায়িকা শাকিবের কাছে অতীত। তবে এই নায়ককে নিয়ে মাঝেমধ্যে সামাজিক মাধ্যমে এই দুজনকে কাদা ছুড়তে দেখা যায়। শুরু থেকেই অপু বিশ্বাস কোনোভাবেই বুবলীকে মেনে নিতে পারেননি। তাই বিভিন্ন সময় বুবলীকে খোঁচা দিয়ে কথা বলেন সামাজিক মাধ্যমে। নতুন করে আবারও সরব হলেন অপু বিশ্বাস। 

সম্প্রতি এক অনুষ্ঠানে এই ইস্যু নিয়ে অপু বলেন, ‘তাকে আমার যোগ্য বলেই মনে করি না। কারণ যোগ্যতা একদিনে সৃষ্টি হয় না। আমি অপু বিশ্বাস একজন সুপারস্টার।’ তবে কাকে তিনি যোগ্য মনে করছেন না, তা নেটিজেনদের বুঝতে সমস্যা হয়নি। বুবলীর নাম না উল্লেখ করে এবারও যে ইঙ্গিতপূর্ণ কথা বলেছেন অপু, সেটা নিয়ে বুবলীর পক্ষ থেকে কোনো প্রতিউত্তর পাওয়া যায়নি। এ প্রসঙ্গে এখনও নীরব রয়েছেন এই নায়িকা। 

প্রসঙ্গত, ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেন শাকিব খান ও অপু বিশ্বাস। ২০১৭ সালের ১০ এপ্রিল এই দম্পতির বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। ২০১৮ সালের ১২ মার্চ বিবাহবিচ্ছেদের মাধ্যমে দাম্পত্য জীবনের ইতি টানেন তারা। এরপর ২০১৮ সালের ২০ জুলাই শবনম বুবলীকে গোপনে বিয়ে করেন শাকিব খান। এরপর শাকিবের এ সংসারও ভেঙে যায়।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম