‘মেয়েরা মেয়েলি স্বভাবের হলেই স্বামীর সঙ্গে সম্পর্ক ভালো থাকে’
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪, ০৭:৩১ পিএম
![‘মেয়েরা মেয়েলি স্বভাবের হলেই স্বামীর সঙ্গে সম্পর্ক ভালো থাকে’](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/12/18/Pavitra-Punia-6762ce945e473.gif)
ভারতীয় হিন্দি ছবির জনপ্রিয় নায়ক এজাজ খানের সঙ্গে বেশ কয়েক বছর চুটিয়ে প্রেম করেছেন অভিনেত্রী নেহা সিং তথা পবিত্রা পুনিয়া। কিন্তু হঠাৎ করে গত বছরের সেপ্টেম্বরে তাদের সেই সম্পর্ক শেষ হয়ে যায়।
এজাজের সঙ্গে সম্পর্কে ফাটল ধরা প্রসঙ্গে পবিত্রা পুনিয়া বলেছেন, সম্পর্ক ভালো রাখার জন্য অনেক চেষ্টা করেছিলাম আমরা। সম্পর্কে যখন একজন নারী বশ্যতা স্বীকার করে নেয় এবং খুব নরম মনের হয় তখনই একটা সম্পর্ক বজায় থাকে। ছেলেরা সবসময় ভাবে মেয়েরা মেয়েলি স্বভাবের হলেই সম্পর্ক ভালো থাকে।
অভিনেত্রী আরও বলেন, একজন মহিলা যখন আপনার সঙ্গে ভদ্রভাবে কথা বলছে, তখন আপনার উচিত তার সঙ্গে ভদ্রভাবে কথা বলা; কিন্তু কোনো পুরুষ যদি আপনাকে দমন করতে চায়, তখন আপনাকে রুখে দাঁড়াতেই হবে। আমাদের ক্ষেত্রেও ব্যাপারটি এমন একটি জায়গায় পৌঁছে গিয়েছিল, যখন আমি অনেক চেষ্টা করেছিলাম কিন্তু ব্যর্থ হয়েছি।
এজাজ খান সম্পর্কে তিনি বলেন, এজাজ অনেক বেশি পুরুষত্ব বজায় রাখতে ভালোবাসে। তবে মাঝে খবর ছড়িয়েছিল যে ধর্মীয় কারণে আমাদের সম্পর্ক ভেঙে গিয়েছিল তা একেবারেই মিথ্যা। ধর্মীয় কারণ কখনই বাধা হয়ে দাঁড়ায়নি আমাদের সম্পর্কের মধ্যে। আমাদের সম্পর্কের কথা দুই পরিবারের সবাই মেনে নিয়েছিলেন।
অভিনেত্রী আরও বলেন, আমাদের সম্পর্কে ধর্ম কোনো বাধা ছিল না। এজাজকেও আমি প্রথমেই বলে দিয়েছিলাম, আমি নিজেকে পরিবর্তন করব না কখনও। ওকেও আমার জন্য পরিবর্তন হতে হতো না। জন্ম থেকে একজন ব্যক্তি যখন একটি ধর্ম অনুসরণ করে তার পক্ষে হঠাৎ করে অন্য ধর্ম অনুসরণ করা সম্ভব নয়, এটা আমাদের দুজনেরই বিশ্বাস ছিল।