Logo
Logo
×

বিনোদন

বিয়ে বাড়িতে ‘চর্চিত প্রেমিকের’ সঙ্গে কৃতি, কে তিনি?

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪, ০২:৩৯ পিএম

বিয়ে বাড়িতে ‘চর্চিত প্রেমিকের’ সঙ্গে কৃতি, কে তিনি?

ছবি: সংগৃহীত

বেশ কিছুদিন ধরেই ইন্ডাস্ট্রিতে কান পাতলে গুঞ্জন শোনা যাচ্ছিল, যুক্তরাজ্য- ভিত্তিক উদ্যোক্তা কবীর বাহিয়ার প্রেমে নাকি হাবুডুবু খাচ্ছেন বলিউডের জনপ্রিয় মুখ কৃতি স্যানন। আর এর মাঝেই সম্প্রতি নায়িকাকে দেখা গেল কবীর বাহিয়ার আত্মীয়ের বিয়ের ছবিতে। 

এই ছবি প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও আলোচনায় এই জুটি। ছবিতে নায়িকাকে স্টাইলিশ ভারতীয় পোশাকে নজর কাড়তে দেখা গেছে। সব মিলিয়ে কৃতিকে দারুণ দেখাচ্ছিল।

বিয়েতে অভিনেত্রীর উপস্থিতি আবারও কবীরের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জনকে উস্কে দিয়িছে। কিন্তু কৃতি বা কবীর কেউই তাদের সম্পর্কে সিলমোহর দেননি। তবে তাদের বাড়তে থাকা ঘনিষ্ঠতা এখন শহরের আলোচনার বিষয়।

কবীরের পারিবারিক অনুষ্ঠানে অভিনেত্রীর উপস্থিতি তার অনুরাগীদের মনে ফের কৌতূহল সৃষ্টি করেছে, তাদের সম্পর্ক নিয়ে অনেকেই নানা অনুমান করছেন। তবে, কৃতি এ বিষয়ে একদম চুপ।

কিন্তু এই কৌতুহলের শুরু বহু আগে, যখন কৃতি তার ইনস্টাগ্রাম স্টোরিতে কবীরকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন তখন থেকে। দু’জনের একটি ছবি পোস্ট করে কৃতি লিখেছিলেন, ‘শুভ জন্মদিন কে! তোমার নিষ্পাপ হাসি সবসময় বেঁচে থাকুক!’ লেখার সঙ্গে একটি লাল হার্ট ইমোজি ছিল। তার এই শুভেচ্ছাবার্তা ভক্তদের তাদের সম্পর্ক নিয়ে জল্পনা আরও বাড়িয়ে দিয়েছিল।

তবে কৃতি সব সময়ই তার ব্যক্তিগত জীবনকে আড়ালে রেখেছেন। তার ব্যক্তিগত নিয়ে আলোচনার পরিবর্তে তিনি তার কর্মজীবনের দিকে বেশি মনোনিবেশ করেছেন। সম্প্রতি, তিনি ‘মিমি’ ছবিতে তার দুর্দান্ত অভিনয়ের জন্য জাতীয় পুরস্কারও পেয়েছেন। অনেকের মতে তিনি বলিউডের সবচেয়ে বহুমুখী প্রতিভা সম্পন্ন একজন অভিনেত্রী হিসেবে নিজেকে বারবার প্রমাণ করেছেন।

প্রসঙ্গত, অভিনেত্রীকে সর্বশেষ দেখা গেছে ‘দো পাত্তি’ ছবিতে। তবে প্রেক্ষাগৃহে নয়, নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল এই ছবি। এই ছবি পরিচালনা করেছেন শশাঙ্ক চতুর্বেদী। তিনি বি-টাউনে বব নামে পরিচিত। ২০১৫ সালে রোহিত শেট্টির ‘দিলওয়ালে’র পর এই ছবিতে ফের একসঙ্গে কাজ করেছেন কাজল ও কৃতি। এই ছবি ২৫ অক্টোবর নেটফ্লিক্সে মুক্তি পয়েছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম