Logo
Logo
×

বিনোদন

ভক্তদের বড় দুঃসংবাদ দিলেন দিলজিৎ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪, ১২:১৭ পিএম

ভক্তদের বড় দুঃসংবাদ দিলেন দিলজিৎ

ছবি: সংগৃহীত

বেশ কিছুদিন ধরেই নানা আলোচনায় দিলজিৎ দোসাঞ্জ। কখনো মঞ্চে অ্যালকোহল নিয়ে তার মন্তব্য, কখনো আবার টিকিট বিক্রি ঘিরে ওঠা প্রশ্ন। তবে এবার ভক্তদের জন্য আসছে বড় দুঃসংবাদ। বর্তমানে দেশজুড়ে চলছে দিলজিৎ দোসাঞ্জের সফর। তার লাইভ কনসার্টের টিকিট পাওয়ার জন্য ভক্তদের মধ্যে উন্মাদনাও দেখা গেছে বারবার। কিন্তু, জানেন কি ভারতে এটাই দিলজিতের শেষ কনসার্ট? দিলজিৎ নিজেই তার লাইভ অনুষ্ঠানে এই ঘোষণাটি করেছেন।

সম্প্রতি, একটি লাইভ শো চলাকালীন দিলজিৎ লক্ষাধিক ভক্তদের মাঝে একটি চমকপ্রদ বক্তব্য তুলে ধরেছেন। গায়ক মঞ্চে ঘোষণা করেছিলেন যে তিনি আর ভারতে লাইভ কোনো অনুষ্ঠান করবেন না। কেন তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন, সেকথাও মঞ্চে জানিয়েছেন। সঙ্গে জুড়েছেন শর্তও। গায়কের শর্তপূরণ না হলে ভারতের মানুষ আর কখনও তার শো উপভোগ করার সুযোগ পাবেন না

ভিডিওতে দিলজিতকে বলতে শোনা যাচ্ছে, ‘প্রথমত, আমি প্রশাসনকে বলতে চাই যে আমাদের লাইভ শো করার পরিকাঠামো নেই। এটা অনেকের উপার্জনের জায়গা। অনেক মানুষ কাজ করে এখানে। আমি পরেরবার স্টেজটা সেন্টারে করার কথা বলব। যাতে সবাই আমার চারপাশে থাকে। সেটা না হওয়া পর্যন্ত আমি ভারতে শো করব না। প্লিজ, প্রশাসনের কাছে আমার অনুরোধ, পরিকাঠামো উন্নত করুন। গায়কের এমন ঘোষণায় চিন্তায় ভক্তরা।

১৪ ডিসেম্বর চণ্ডিগড়ে অনুষ্ঠিত কনসার্টের সময় দিলজিৎ তার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন অভিনেতা। তার কিছু ভক্ত এই সিদ্ধান্তের জন্য শিল্পীর প্রশংসাও করেছেন। তবে অনেকে এ কথাও বলছেন, এমনটা হতেই পারে না দিলজিৎ কোনো দাবি জানাবে এবং তা পূরণ হবে না। তাই ভক্তদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলেও অনেকের মত।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম