Logo
Logo
×

বিনোদন

স্ত্রীর অত্যাচারে স্বামীর আত্মহত্যা, যাকে দায়ী করলেন কঙ্গনা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ০১:৪৪ পিএম

স্ত্রীর অত্যাচারে স্বামীর আত্মহত্যা, যাকে দায়ী করলেন কঙ্গনা

বেঙ্গালুরুতে তথ্যপ্রযুক্তি চাকরিজীবী অতুল সুভাষের মৃত্যুর ঘটনায় স্তম্ভিত গোটা দেশ। স্ত্রীর করা বিবাহবিচ্ছেদের ‘মিথ্যা’ মামলায় হাজিরা দিতে অন্তত ৪০ বার বেঙ্গালুরু থেকে জৌনপুর গেছেন অতুল সুভাষ। জানিয়েছে মৃত যুবকের পরিবার। যুবকের স্ত্রী নিকিতা সিংহানিয়ার বিরুদ্ধে উঠেছে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ। এ ঘটনায় এবার মন্তব্য করে বিতর্ক তৈরি করলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত।

আনন্দবাজার প্রতিবেদন সূত্রে জানা গেছে, এ ঘটনায় নারীবাদের প্রসঙ্গ টেনে এনেছেন বিজেপি নেত্রী তথা বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। তিনি বলেছেন, পুরো দেশের কাছে এ ঘটনা বড় ধাক্কা। ওর ভিডিও সত্যিই হৃদয়বিদারক। ভারতীয় সংস্কৃতি মেনে বিয়ে হলে সব কিছু ঠিক থাকে। এসবের জন্য দায়ী বামপন্থা বা ভুয়া নারীবাদের চরম নিন্দা করি। কোটি কোটি টাকা নেওয়া হচ্ছিল। এ তো ওই যুবকের ক্ষমতার বাইরে ছিল। চাপে পড়ে ওকে এই পদক্ষেপ নিতে হলো।

অভিযোগকারী বা নির্যাতিতা সঠিক বলছেন কিনা— এসব ক্ষেত্রে তাও খতিয়ে দেখা উচিত বলে মনে করে অভিনেত্রী বলেন, এই একজন নারীকে অবশ্য উদাহরণ হিসাবে গণ্য করাই উচিত নয়। যেসব নারীর সঙ্গে সত্যিই প্রতারণা করা হয়, তাদের ঘটনাগুলোকে আমরা একেবারেই অস্বীকার করতে পারি না। কারণ ৯৯ শতাংশ বিবাহবিচ্ছেদে পুরুষদেরই দোষ থাকে।

এই মন্তব্যে চটেছেন বিপুলসংখ্যক নেটিজেন। তারা মানতে নারাজ, ৯৯ শতাংশ বিবাহবিচ্ছেদে পুরুষদেরই দোষ থাকে। এক নেটিজেন বলেছেন— এমন মানুষের থেকে প্রতিক্রিয়া নেওয়াই উচিত নয়। ইনি নিজেই একজন শোষণকারী। ওর নিজেরই বলা ৯৯.৯৯ শতাংশ ঘটনা মিথ্যা।

অতুল সুভাষের মৃত্যুর ঘটনায় তার স্ত্রী ছাড়াও শ্যালক ও শাশুড়ির বিরুদ্ধেও অভিযোগ করা হয়েছে। মৃত যুবক উত্তরপ্রদেশের বাসিন্দা। বেঙ্গালুরুতে একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় কাজ করার সুবাদে সেখানেই থাকতেন তিনি। অতুলের স্ত্রীও চাকরিজীবী ছিলেন। তবে বিবাহবিচ্ছেদের মামলা চালকালীন মাসিক ৪০ হাজার টাকা খোরপোশ দিতে হতো অতুলকে। এর পরও অতুলের স্ত্রী ও তার পরিবার আরও ২-৪ লাখ টাকা দাবি করছিলেন বলে অভিযোগ। অতুলের বিরুদ্ধে উত্তরপ্রদেশের আদালতে মামলাও করেছিলেন স্ত্রী।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম