Logo
Logo
×

বিনোদন

আশিতেও অনবদ্য দিলারা, আসছে নতুন নাটক

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৬ এএম

আশিতেও অনবদ্য দিলারা, আসছে নতুন নাটক

অভিনেত্রী দিলারা জামান। ছবি : সংগৃহীত

খ্যাতিমান অভিনেত্রী দিলারা জামান। বয়স আশি উত্তীর্ণ হয়েছে, তবু এখনো অভিনয়ে সরব। নিয়মিত কাজ করছেন নাটক-সিনেমায়। বয়সকে যেন আটকে রেখেছেন তিনি। নতুন গেটআপ ও মেকআপে প্রায়ই চমকে দেন। অভিনয়ে বয়স কোনো বাধা নয়, এটি এ অভিনেত্রী আবারও যেন বুঝিয়ে দিলেন। 

সম্প্রতি তিনি শেষ করেছেন ‘প্রেম দিওয়ানা দাদী’ নামে একটি নাটকের কাজ। যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান। নাটকটি নির্মাণ করেছেন কামরুজ্জামান পুতুল। শিগগিরই নাটকটি একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে। 

বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে দিলারা জামান বলেন, ‘এখনো নির্মাতারা আমাকে নিয়ে ভাবেন সেটিই বড় বিষয়। আমাদের এখানে তো এখন এ চর্চাটা নেই বললেই চলে। বয়স আশি পার করেছি। তবুও নতুন নতুন চরিত্রে আমাকে উপস্থাপন করছেন নির্মাতারা। তাদের কাছে কৃতজ্ঞ। এটিই একজন শিল্পীর স্বার্থকতা।’ 

প্রাপ্তির জায়গা থেকে এ অভিনেত্রী বলেন, ‘এক জনমে এত ভালোবাসা ও সম্মান পেয়েছি যে আমি দেশবাসীর কাছে ঋণী। এ বয়সেও আমার মতো একজন অভিনেত্রীকে নির্মাতা, দর্শক ও গণমাধ্যমকর্মীরা মনে রেখেছেন, আমার প্রতি সবার সুদৃষ্টি রয়েছে এটাই আমার প্রাপ্তি।’ 

প্রসঙ্গত, মুক্তির অপেক্ষায় রয়েছে দিলারা জামান অভিনীত সিনেমা ‘জংলি’। আগামী ঈদে এটি মুক্তি পাবে বলে জানা গেছে। সিনেমাটিতে জুটি বেঁধেছেন সিয়াম আহমেদ ও শবনম বুবলী। আরও কাজ করেছেন প্রার্থনা ফারদিন দীঘি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম