Logo
Logo
×

বিনোদন

‘পুষ্পা ২’ দেখতে গিয়ে নারীর মৃত্যু, আইনি ঝামেলা এড়াতে যা করলেন আল্লু অর্জুন

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৪, ০৮:১১ পিএম

‘পুষ্পা ২’ দেখতে গিয়ে নারীর মৃত্যু, আইনি ঝামেলা এড়াতে যা করলেন আল্লু অর্জুন

আল্লু অর্জুন/সংগৃহীত

ভারতে চলছে ‘পুষ্পা ২’ ঝড়। দক্ষিণী তারকা আল্লু অর্জুন অভিনীত এই সিনেমা দেখতে হুমড়ি খেয়ে পড়ছেন দর্শক। এমন উন্মাদনার মধ্যেই গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের এক সিনেমা হলে ‘পুষ্পা ২’ দেখতে গিয়ে প্রাণ হারান এক নারী, আহত হন তার ছেলে।

এই হতাহতের ঘটনাকে কেন্দ্র করে আইনি ঝামেলায় পড়েছেন আল্লু অর্জুন। প্রেক্ষাগৃহ মালিক এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। 

এমন পরিস্থিতিতে নিহত ওই নারীর পরিবারকে ২৫ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৫ লাখ টাকা) সহায়তার ঘোষণা দিয়েছেন আল্লু অর্জুন।

প্রসঙ্গত, হায়দরাবাদের আরটিসি ক্রসরোডসের চিক্কদপল্লির সন্ধ্যা থিয়েটারে রাত সাড়ে ৯টায় ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবির প্রিমিয়ারের আয়োজন ছিল। সেখানে সিনেমাটি দেখতে গিয়ে পদপিষ্ট হয়ে মারা যান রেবতী নামের ওই নারী। অস্বাভাবিক ভিড়ের কারণে তার ১৩ বছর বয়সি ছেলে শ্রীতেজ দম বন্ধ হয়ে জ্ঞান হারান।

আর্থিক সহায়তার পাশাপাশি ওই আহত শিশুর চিকিৎসার সব ব্যয়ভারও বহন করবেন বলে জানিয়েছেন আল্লু অর্জুন। নিজের এক্স হ্যান্ডেলে এসব জানিয়ে পোস্ট করেন এই তারকা।

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম