দীর্ঘ বিরতির পর নতুন গান নিয়ে হাজির পথিক নবী
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৪, ১০:৫৩ এএম
ছবি: সংগৃহীত
দীর্ঘ ক্যারিয়ারে অনেক শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন এক সময়কার জনপ্রিয় সংগীতশিল্পী পথিক নবী। তবে দীর্ঘদিন কোনো নতুন গান প্রকাশ করেননি এ শিল্পী। তবে স্টেজে নিয়মিত পাওয়া গেছে তাকে। পাশাপাশি নিজের স্টুডিওতে গানের কথা-সুরের কাজ করেছেন নিয়মিত। এরইমধ্যে অনেক গান জমা হয়েছে। সেগুলো প্রকাশ করবেন দ্রুতই।
সম্প্রতি নতুন গান নিয়ে এলেন শ্রোতাদের জন্য। ‘ভুল’ শিরোনামে এ গানের কথা, সুর ও সংগীতায়োজন করেছেন জনি। গত বৃহস্পতিবার জে জে রেকর্ডস বিডি থেকে প্রকাশ হয়েছে তার নতুন গান ‘ভুল’।
এ প্রসঙ্গে পথিক নবী বলেন, ‘স্বাস্থ্যসম্মত কিছু ভুল ভালোই লাগে। কিন্তু জোড়াতালি, জোর-জবরদস্তির পিরিত বলেন আর মাতব্বরিই বলেন, ভালো লাগে না। সে প্রেক্ষাপট নিয়েই এ গান। নতুন গান প্রকাশের স্বাদ সব সময়ই অন্য রকম। আমার বিশ্বাস ভালো লাগবে সবার।’ এদিকে পথিক নবী জানান, নিজের করা কথা-সুরের পাশাপাশি এখন থেকে অন্যের কথা-সুরেও গান গাইবেন তিনি।