Logo
Logo
×

বিনোদন

অগস্ত্যের জন্মদিনেই কি প্রেমে সিলমোহর দিলেন শাহরুখকন্যা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪, ০২:০২ পিএম

অগস্ত্যের জন্মদিনেই কি প্রেমে সিলমোহর দিলেন শাহরুখকন্যা

বলিউড শাহনেশাহ অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা ২৪ বছরে পা রাখলেন। ইতোমধ্যে বলি ইন্ডাস্ট্রিতে পা দিয়েছেন তিনি। ‘দ্য আর্চিজ’ ছবিতে অভিনয় করেছেন অগস্ত্য নন্দা। তবে অভিনয়ে পা রাখার আগে থেকেই আলোচনায় তিনি।

এদিকে বলিউড বাদশাহ শাহরুখ খানের কন্যা সুহানা খানের সঙ্গে তার নাম জড়িয়েছে একাধিকবার। বলিপাড়ায় অনেক দিন ধরেই গুঞ্জন শোনা যায়— অগস্ত্য ও সুহানা নাকি সম্পর্কে জড়িয়েছেন। তবে এ নিয়ে কেউ-ই এখনো মুখ খোলেননি। অগস্ত্যের জন্মদিনে কি পরোক্ষভাবে গুঞ্জনে সিলমোহর দিলেন সুহানা?

সামাজিক যোগযোগমাধ্যম ইনস্টাগ্রামে অগস্ত্যের সঙ্গে একটি ছবি শেয়ার করেন সুহানা। সেখানে দেখা যায়, শাহরুখকন্যা মজার ছলে কান ধরে রয়েছেন অগস্ত্যের। খুনসুটির মাঝেও দুজনের প্রেমের রসায়ন ধরা পড়েছে এ ছবিতে। যদিও প্রেম নিয়ে বরাবরই মুখে কুলুপ এঁটেছেন তারা। তবে বিভিন্ন অনুষ্ঠানে একই সঙ্গে দেখা যায় এই আলোচিত যুগলকে। কিছু দিন আগেই দীপাবলিতে এক অনুষ্ঠানে নজর কেড়েছিলেন একসঙ্গে।

জোয়া আখতারের ‘দ্য আর্চিজ’ ছবির শুটিং থেকে অগস্ত্য ও সুহানার সম্পর্কের জল্পনা ঘনীভূত হয়। গত বছর একসঙ্গে তারা ছুটি কাটাতে গিয়েছিলেন বলেও শোনা যায়। অমিতাভ বচ্চনের ‘কৌন বনেগা ক্রোড়পতি’-তেও একটি পর্বে একসঙ্গে গিয়েছিলেন তারা।

সুহানা ও অগস্ত্যের সম্পর্ক নিয়ে তাদেরই এক ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমকে বলেছিলেন— অবশ্যই ওদের নিয়ে কৌতূহল থাকবে সবার। তাই নানা রকম গুঞ্জন হওয়াটাই স্বাভাবিক। এতে আমার আলাদা করে কিছু মনে হয় না। তবে সুহানা আর অগস্ত্য সত্যিই কি সম্পর্কে রয়েছে? তাদের দেখে কিন্তু বোঝার উপায় নেই। তাই আমারও একটু সন্দেহ রয়েছে।

সুহানা ছাড়াও অগস্ত্যের বোন নব্যা নভেলিও জন্মদিন নিয়ে একটি পোস্ট করেছেন। শৈশবের মুহূর্ত ধরা পড়েছে তার ছবিতে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম