ছবি : সংগৃহীত
প্রথম সিনেমা ‘সাবা’ মুক্তির আগেই দ্বিতীয় সিনেমা ‘প্রিয় মালতী’ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন মেহজাবীন চৌধুরী। এ সিনেমা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন বিদেশের বিভিন্ন ফেস্টিভ্যালে।
সম্প্রতি সিনেমাটি মিশরের কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। এবার এটি অংশ নেবে ভারতের গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।
তিনি জানান, প্রিয় মালতী ভারতের গোয়ায় অনুষ্ঠিতব্য ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার (ইফি) ৫৫তম আসরেও অংশ নিচ্ছে। সিনেমা অব দ্য ওয়ার্ল্ড বিভাগে প্রদর্শিত হবে এটি। সিনেমাটি পরিচালনা করেছেন শঙ্খ দাশগুপ্ত। এতে একজন মধ্যবিত্ত লড়াকু নারীর চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘উৎসবে আমার এ সিনেমাটি নির্বাচিত হওয়ায় খুবই অনুপ্রাণিত হয়েছি। যদিও উৎসবকে মাথায় রেখে কাজ করিনি। তবুও যখন নিজের সিনেমা নির্বাচিত হয়, তখন সেটি খুবই ভালো লাগে। এর মধ্য দিয়ে বিদেশের দর্শক আমাদের সিনেমা দেখতে পারবেন, এটিও আনন্দের। তবে বেশি খুশি হব ও ভালো লাগবে যেদিন দেশের দর্শক সিনেমাটি দেখতে পারবেন।’