Logo
Logo
×

বিনোদন

আমার বাবা ছিলেন স্বৈরাচারী, কিন্তু আমি একেবারেই আলাদা: আয়ুষ্মান

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪, ১২:৪৭ পিএম

আমার বাবা ছিলেন স্বৈরাচারী, কিন্তু আমি একেবারেই আলাদা: আয়ুষ্মান

বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা বলেছেন, আমার বাবা ছিলেন স্বৈরাচারী, তবে আমি বাবা হিসাবে একেবারেই আলাদা। তিনি বলেন, একবার আমার জামা থেকে সিগারেটের গন্ধ বেরোনোয় বাবা খুব মেরেছিলেন। অথচ আমি বাবার ভয়ে সিগারেট ছুঁয়েও দেখিনি। তা-ও মার খেতে হয়েছিল আমাকে বলে জানান এ অভিনেতা।

আনন্দবাজার সূত্রে জানা গেছে, বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা। তার ঝুলিতে একাধিক নজরকাড়া ছবি রয়েছে। অভিনয়ে দক্ষতার পাশাপাশি গানেও পারদর্শী এ অভিনেতা। তবে এখানেই শেষ নয়; অভিভাবক হিসাবেও দুর্দান্ত ইনিংস তার। খুব অল্প বয়সে বাবা হয়েছেন তিনি। তাই সন্তান জন্মের পর স্ত্রী তাহিরা কাশ্যপের সঙ্গে নিজের মধ্যেও পরিবর্তন এনেছেন অভিনেতা। তবে তার বাবা যে রকম ছিলেন, নিজের মধ্যে নাকি সেই ছায়া পড়তেই দেননি তিনি। বাবা হিসাবে তিনি কেমন, নিজেই জানালেন আয়ুষ্মান খুরানা।

পিতৃত্ব প্রসঙ্গে কথা বলতে গিয়ে অভিনেতা বলেন, এ বিষয়ে নিজের বাবার থেকে সম্পূর্ণ ভিন্ন তিনি। তার কথায়, আমার বাবা স্বৈরাচারী। বাবা হিসাবে আমি কিন্তু একেবারেই আলাদা। আমি সবসময় বাবার হাতে চপ্পল আর বেল্ট দিয়ে মার খেয়েছি। ওই পরিস্থিতিতে অবশ্য ওটাই হওয়ার কথা। 

এ অভিনেতা বলেন, একদিন পার্টি থেকে বাড়ি ফিরে বাবার কাছে বেদম মার খেয়েছিলাম। অথচ সেখানে তার কোনো দোষ ছিল না। পুরোনো এক ঘটনা তুলে ধরলেন তিনি বলেন, একদিন পার্টি থেকে ফিরেছি। আমার জামা থেকে সিগারেটের গন্ধ বার হওয়ায় বাবা খুব মেরেছিলেন। অথচ আমি বাবার ভয়ে সিগারেট ছুঁয়েও দেখিনি। তা-ও মার খেতে হয়েছিল আমাকে।

আয়ুষ্মান-তাহিরার দম্পতির এক কন্যা ও এক পুত্রসন্তান। তবে কন্যাসন্তান হওয়ার পর পিতৃত্বের সফর আরও গভীর হয়েছে বলে জানান আয়ুষ্মান। বাবা হিসাবে নিজেকে আরও বিশ্লেষণ করতে পেরেছেন তিনি। কন্যাসন্তান সহানুভূতিশীল হতে শেখায় বলে জানান এ অভিনেতা।

উল্লেখ্য, আয়ুষ্মানের বাবা পি. খুরানা একজন বিখ্যাত জ্যোতিষী ছিলেন। পাশাপাশি জ্যোতিষবিদ্যা সংক্রান্ত বেশ কয়েকটি বইও লিখেছেন তিনি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম