Logo
Logo
×

বিনোদন

কেউ ৪০ এ বিয়ে করে আজীবনের ভালোবাসাকে খুঁজে পায়, কেন লিখলেন নীলাঞ্জনা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ০৪:১৫ পিএম

কেউ ৪০ এ বিয়ে করে আজীবনের ভালোবাসাকে খুঁজে পায়, কেন লিখলেন নীলাঞ্জনা

চলতি বছরের শুরু থেকেই জোর চর্চা টালিউড অন্দরে।  শোনা যাচ্ছে ২০ বছর পর দাম্পত্য জীবনে ইতি টানতে চলেছেন যিশু সেনগুপ্ত এবং তার স্ত্রী নীলাঞ্জনা। যদিও এখনো প্রকাশ্যে তারা এই বিষয়ে কোনো মন্তব্য করেননি। কিন্তু নীলাঞ্জনা মাঝে মধ্যেই ইঙ্গিতবহ পোস্ট করেন। এদিনও তেমনই ইঙ্গিত দিয়ে কী লিখলেন?

ইনস্টাগ্রাম স্টোরিতে এদিন ছবি শেয়ার করেন নীলাঞ্জনা। সেখানেই ডিভোর্স নিয়ে ইঙ্গিতবহ বার্তা দেখা গেল। কী লেখা ছিল সেই ছবিতে? এদিন তিনি যে ছবি পোস্ট করেছেন সেখানে লেখা ছিল, ‘কেউ ২১ বছর বয়সে গ্রাজুয়েট হয়ে ১০ বছর অপেক্ষা করে ভালো চাকরির জন্য। কেউ আবার কোনো রকম পুঁথিগত শিক্ষা ছাড়াই ২৫ বছরে কোটিপতি হয়ে যায়। কেউ ২৫ বছরে বিয়ে করে, ৫ বছর পর ডিভোর্স হয়ে যায়। কেউ ৪০ এ বিয়ে করে আজীবনের ভালোবাসাকে খুঁজে পায়। আপনি না সময়ের থেকে এগিয়ে আছেন, না পিছিয়ে। আপনি ঠিক সেখানেই আছেন যেখানে আপনার থাকার কথা।’

এ ছবিটি শেয়ার করে সাবেক এই অভিনেত্রী, বর্তমান প্রযোজক লেখেন, ‘বিশ্বাস।’ এখানেই উসকে গিয়েছে জল্পনা। তবে কি তিনি ডিভোর্সের বিষয়টাকেই ইঙ্গিত করলেন? প্রসঙ্গত তার এবং যিশুর বিয়েও তাদের ২৫ বছরের আশেপাশেই হয়েছিল।  ২০০৪ সালে তারা গাঁটছড়া বেঁধেছিলেন।

বর্তমানে দুই মেয়েকে নিয়ে থাকেন নীলাঞ্জনা সেনগুপ্ত। সদ্যই তাদের দুই মেয়ে সারা এবং জারার জন্মদিন গেল। নীলাঞ্জনা সমস্ত আয়োজন করেছিলেন। কিন্তু সেই ঘরোয়া বার্থডে পার্টিতে দেখা মেলেনি যিশুর। প্রকাশ্যে কোনো শুভেচ্ছা বার্তাও জানাননি অভিনেতা। ইন্ডাস্ট্রির অন্দরে গুঞ্জন অনুযায়ী তার ম্যানেজারের সঙ্গে নাকি তিনি লিভ ইন করছেন। যদিও এই খবরের সত্যতা কতটা সেটা নিশ্চিত নয়।  

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস।

Jamuna Electronics

img img
Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম