মাওলানার সঙ্গে ছবি তোলা অভিনেত্রী তোপ দাগলেন যোগীকে
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ১১:৩৬ এএম
হাসপাতালের অগ্নিকাণ্ড নিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন অভিনেত্রী স্বরা ভাস্কর। সম্প্রতি ঝাঁসির মহারানি লক্ষ্মীবাঈ মেডিকেল কলেজের অগ্নিকাণ্ডের ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। ১০ সদ্যোজাত প্রাণ হারিয়েছে এই সরকারি হাসপাতালে। এই ঘটনার পরেই যোগী আদিত্যনাথের রোড শোয়ের ভিডিও দেখে তোপ দাগালেন স্বরা।
এরআগে স্বামী ফাহাদ আহমেদকে নিয়ে মাওলানার সঙ্গে দেখা করতে গিয়েছেন অভিনেত্রী। ছবিতে যে বিষয়টি সব থেকে বেশি নজর কেড়েছে সেটি হল মাওলানার সঙ্গে দেখা করতে গিয়ে মাথায় ওড়না দিয়েছেন অভিনেত্রী, অনেকটা হিজাব পরার মতো।
আনন্দবাজার অনলাইনের খবরে বলা হয়েছে, হাসপাতালের এই বিভাগে ছিল ৫৫ জন শিশু। আগুন লাগার পরে ৪৫ জন শিশুকে উদ্ধার করা গেলেও বাকি ১০ শিশুকে প্রাণ হারাতে হয়। স্বরা তার এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘১০ জন সদ্যোজাত জীবন্ত পুড়ে গেল ঝাঁসির সরকারি হাসপাতালে। আর এর জন্য সরকারে যারা দায়ী, তারা রাস্তায় নেচে বেড়াচ্ছে। মানুষের বোধহয় এই সব অভ্যাস হয়ে গিয়েছে। ভারতীয় সমাজ তার ঔদাসীন্যের জন্য পচে যাচ্ছে। কিচ্ছু বলার নেই।’
ঝাঁসির ঘটনায় ত্রস্ত গোটা দেশ। কী ভাবে সরকারি হাসপাতালে এমন ঘটতে পারে, তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। শোনা যাচ্ছে, শর্ট সার্কিটের ফলে এই অগ্নিকাণ্ড। আগে থেকে কেন সতর্কতা ও সাবধানতা অবলম্বন করা হয়নি, তা নিয়ে নিন্দা হচ্ছে বিভিন্ন মহলে। যদিও অগ্নিকাণ্ডের ঘটনা কী ভাবে ঘটল, তার জন্য তদন্ত জারি রয়েছে।
হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে- স্বামী ফাহাদ আহমেদের সঙ্গে মাওলানার সঙ্গে দেখা করতে গিয়েছেন অভিনেত্রী। ছবিতে যে বিষয়টি সব থেকে বেশি নজর কেড়েছে সেটি হল মাওলানার সঙ্গে দেখা করতে গিয়ে মাথায় ওড়না দিয়েছেন অভিনেত্রী, অনেকটা হিজাব পরার মতো।
ছবিটি দেখে নেট দুনিয়ার বাসিন্দারা অভিনেত্রীর স্বাধীনচেতা মনোভাবের বিষয়টি নিয়ে উপহাস করেছেন। একজন মেয়ে যে কিনা সব বিষয়ে স্বাধীনচেতা সে হঠাৎ করেই মাথায় হিজাব কী করে পরে নিল? প্রশ্ন উঠেছে এখানেই। অনেকে আবার বলছেন, ভালোবাসায় অন্ধ হয়ে মানুষ কত কিছুই না করতে পারে, স্বরাকে দেখেই সেটা স্পষ্ট হয়ে যায়।
বছর দুয়েক আগে দ্রৌপদীর পোশাকের সঙ্গে হিজাবের তুলনা টেনে আনায় রীতিমতো ট্রলড হতে হয়েছিল অভিনেত্রীকে। একজন মুসলিম স্ত্রী হয়েও তিনি সর্বদা নিজের স্বাধীনচেতা মনোভাবকেই এগিয়ে রাখতেন, এমনটাই জানত সকলে। কিন্তু মাওলানার সামনে এভাবে মাথায় ওড়না অথবা হিজাব দিয়ে দাঁড়িয়ে ছবি পোস্ট করায় অভিনেত্রী সেই স্বাধীনচেতা মনোভাব নিয়ে রীতিমতো সন্দেহ প্রকাশ করছেন সকলে।
সমাজমাধ্যমে রাজনৈতিক ও সামাজিক বিষয় নিয়ে সক্রিয় মতামত রাখেন স্বরা। সে জন্য বার বার নিন্দকদের রোষানলেও পড়তে হয়েছে অভিনেত্রীকে। ভিনধর্মে বিয়ে করেও ট্রোলড হয়েছিলেন তিনি। সিএএ বিরোধী আন্দোলন থেকে সমাজবাদী পার্টির যুবনেতা ফাহাদ আহমেদের সঙ্গে আলাপ হয় স্বরার। তার পর প্রেম ও বিয়ে। স্পষ্ট মতামত ও ভিনধর্মে বিয়ের জন্য নাকি আজকাল সেই ভাবে তার কাছে কাজের প্রস্তাবও আসে না। সাক্ষাৎকারে নিজেই সে কথা জানান অভিনেত্রী।