Logo
Logo
×

বিনোদন

মৌসুমী হামিদের মুখে ডিভোর্স প্রসঙ্গ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ০৯:৫৩ এএম

মৌসুমী হামিদের মুখে ডিভোর্স প্রসঙ্গ

ছোট পর্দার পরিচিত মুখ অভিনেত্রী মৌসুমী হামিদ। তিনি ‘লাক্স তারকা’র মাধ্যমে বিনোদন জগতে প্রবেশ করেন। একের পর এক তারকাদের যখন বিচ্ছেদ হচ্ছে ঠিক সেই সময় এই অভিনেত্রী বলেন, সংসার কঠিন কিছু না। সংসার পানির মতো সহজ।

তিনি বলেন, আমার সংসার খুব ভালো যাচ্ছে। আমরা ভাবি সংসার অনেক কঠিন কিন্তু এটি মোটেও কঠিন না। ভালোবাসার মানুষের সঙ্গে যদি বোঝাপড়া থাকে তাহলে সংসার পানির মতো সহজ।

তারকাদের ডিভোর্স নিয়ে মৌসুমী হামিদ বলেন, আমরা প্রতিটি মানুষ আলাদা। কারও ব্যক্তিগত জীবনে যদি ঝড় আসে সেটি সবার সঙ্গে মিলিয়ে ফেলা ঠিক না। শুধু আমাদের শিল্পীদের মধ্যে ডিভোর্স হয় এমন না। আমার মনে হয়, এখন মিডিয়ার মানুষের চেয়ে বাইরের মানুষের ডিভোর্স বেশি হয়। তাদেরটা সামনে আসে না, আমাদেরটা আসে।

গত বছর বিয়ে করেছেন মৌসুমী। সংসারে নতুন অতিথি আসছে কি না প্রশ্ন করলে তিনি বলেন, এটা উপরওয়ালা জানে।

এদিকে মৌসুমী হামিদ অভিনীত চরের সংগ্রামী জীবন নিয়ে নির্মিত ‘নয়া মানুষ’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। এ ছাড়া নাটক ও ওটিটি প্লাটফর্মেও কাজ করছেন তিনি।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম