স্বাভাবিক জীবন কাটাতে চেষ্টা করছেন বলিউড অভিনেতা সালমান খান। শুটিং ফ্লোর থেকে সামাজিক মেলামেশা— সবখানেই স্বাভাবিক কার্যক্রম বজায় রেখেছেন তিনি। কিন্তু ভাইজানের প্রতি ক্রমাগত আসছে প্রাণনাশের হুমকি। শুধু তার কাছেই নয়, বরং পরিবার থেকে ঘনিষ্ঠ বন্ধু— সবাকেই হুমকি দেওয়া হচ্ছে। তবু নিজের জীবনে তার প্রভাব পড়তে দিতে নারাজ বলিভাইজান সালমান খান।
গত অক্টোবরে এনসিপি নেতা বাবা সিদ্দিকীর হত্যার পর অনেকখানি বাড়ানো হয়েছে সালমানের নিরাপত্তা। সেসব কিছু নিয়েই স্বাভাবিক জীবন কাটাতে চেষ্টা করছেন এ অভিনেতা। শুটিং ফ্লোর থেকে সামাজিক মেলামেশা, সবই বজায় রেখে চলেছেন তিনি।
সম্প্রতি তাকে দেখা গেছে বলিউডের অন্য তারকাদের সঙ্গেও। একটি জন্মদিনের অনুষ্ঠানে সালমানকে দেখা গেছে খোশ মেজাজে। চাঙ্কি পান্ডে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। সেখানেই সালমানের হাসিমুখ দেখে খুশি হয়েছেন ভক্ত-অনুরাগীরা।
একটি সূত্র জানায়, গত শনিবার (১৬ নভেম্বর) রাতে উদ্যোগপতি অঁদ্রে টিমিনের জন্মদিনের উদযাপনে যোগ দিয়েছিলেন বলিউডের তারকারা। সেখানেই সালমানের সঙ্গে ছিলেন অভিনেত্রী তামান্না ভাটিয়া, জ্যাকি শ্রফ, বনি কাপুর, চাঙ্কি পান্ডে, করণ জোহর, বিজয় ভার্মারা। সেসব ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। কালো টি-শার্ট আর ডেনিমে নিজস্ব মেজাজেই ধরা দিয়েছেন এ বলিউড ভাইজান। কখনো তাকে দেখা গেছে বনি কাপুরের সঙ্গে। আবার কখনো একান্ত আলাপে ব্যস্ত ছিলেন জ্যাকি শ্রফ ও চাঙ্কি পান্ডের সঙ্গে।
উল্লেখ্য, দশেরার সন্ধ্যায় মুম্বাইয়ে খুন হন রাজনৈতিক নেতা ও সালমান খানের সুহৃদ বাবা সিদ্দিকী। এ হত্যার দায় স্বীকার করেন লরেন্স বিষ্ণোই। খুনের পর বিষ্ণোইয়ের দলের লোক হিসেবে পরিচিত শুবু লঙ্কার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করে লিখেছেন— আমাদের কারও সঙ্গে শত্রুতা নেই। কিন্তু সালমান খান বা দাউদ ইব্রাহিমকে যে বা যারা সাহায্য করবেন, তারা এখন থেকে দিন গুনতে শুরু করুন।
সালমানের ঘনিষ্ঠ বন্ধুদের শিকার বানাতে চায় লরেন্স বিষ্ণোই। এই খবর ছড়িয়ে পড়ার পর নিরাপত্তা বাড়ানো হয় শাহরুখ খানেরও। এবার প্রথম নিজের জন্মদিনে তিনি ভক্তদের দেখা দেননি বাড়ির ছাদ থেকে। বরং ২ নভেম্বর তার বাড়ি মান্নাতের সামনে আঁটসাঁট করে দেওয়া হয়েছিল নিরাপত্তাব্যবস্থা। শাহরুখ যাননি বাবা সিদ্দিকীর শেষকৃত্যেও। তবে সালমানকে দেখা গিয়েছিল সেখানে।