ছবি: সংগৃহীত
উপলক্ষ ছাড়া সিনিয়র শিল্পীদের একসঙ্গে কোনো আয়োজনে পাওয়া বেশ দুষ্কর। গতকাল তেমনই একটি আয়োজন করেছিল চ্যানেল আই। যেখানে হাজির হয়েছিলেন দেশের প্রখ্যাত ছয় সংগীতজ্ঞ।
তারা হলেন- রুনা লায়লা, রফিকুল আলম, আবিদা সুলতানা, রবি চৌধুরী, সুরকার ও সংগীত পরিচালক ফোয়াদ নাসের বাবু এবং মানাম আহমেদ।
কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার জন্মদিনে এ টিভি চ্যানেলটির নিয়মিত আয়োজন ‘তারকাকথন’-এ হাজির হয়েছিলেন তারা। অনুষ্ঠানে রুনা লায়লার জীবনী তুলে ধরার পাশাপাশি তার বিভিন্ন গানও প্রচার হয়। সেসব গান ঘিরে স্মৃতিচারণ করেন রুনা লায়লা।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘চ্যানেল আইয়ের সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। অনেক দিন পর এমন আয়োজনে প্রাণ খুলে আড্ডা দিলাম। আসলে আমাদের তো দেখাই হয় খুব কম। একে অপরের সঙ্গে দেখা হলে ভীষণ ভালো লাগে। দিনব্যাপী দেশ বিদেশের নানা প্রান্ত থেকে যেভাবে জন্মদিনের শুভেচ্ছা পেয়েছি তাতে সত্যিই আমি বিস্মিত। মানুষ আমাকে এভাবে ভালোবাসেন, এভাবে শ্রদ্ধা করেন, মনে রাখেন এটাই আসলে জীবনের অনেক বড় প্রাপ্তি। সবার এ ভালোবাসার মাঝে, দোয়ার মাঝেই আমি বেঁচে থাকতে চাই।’
এদিকে জন্মদিনেই নিজের নামে একটি ইউটিউব চ্যানেল চালু করেছেন রুনা লায়লা। এখান থেকে নিজের পুরোনো ও নতুন গান আপলোড করবেন বলে জানিয়েছেন তিনি। এছাড়া এখন থেকে তাকে ইনস্টাগ্রাম এবং টিকটকেও পাওয়া যাবে। শিগগিরই স্টেজ শোতেও ফিরবেন তিনি।