Logo
Logo
×

বিনোদন

নতুন বাংলাদেশ নিয়ে কতটা আশাবাদী ববি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৪, ১০:৪৪ পিএম

নতুন বাংলাদেশ নিয়ে কতটা আশাবাদী ববি

গণঅভ্যুত্থানের পর আবার সরব হয়ে উঠছে চলচ্চিত্র অঙ্গন। বুধবার (১৩ নভেম্বর) রাতে ‘বউ’ সিনেমার মহরতে এফডিসিতে হাজির হয়েছিলেন নায়িকা ববি।

নতুন বাংলাদেশ নিয়ে কি ভাবছেন? এ বিষয়ে নিজের মতামত জানিয়েছেন অভিনেত্রী।

গণঅভ্যুত্থানের পর প্রথম সিনেমা প্রসঙ্গে ববি বলেন, নতুন বাংলাদেশে নতুন এক গল্প নিয়ে দর্শকের সামনে হাজির হতে যাচ্ছি। সামাজিক ও পারিবারিক গল্পে নির্মিত হতে যাচ্ছে সিনেমাটি। আশা করছি, সিনেমাটি সবার ভালো লাগবে।

এদিন লাল শাড়ি আর নজরকাড়া গহনা পরেছিলেন নায়িকা ববি। রীতিমতো বউয়ের সাজ দেখে অনেকে জানতে চাইছিলেন, বিয়ে করছেন কবে? জবাবে তিনি জানিয়েছেন, বর পেলেই।

নতুন এই সিনেমা ডিএ তায়েবের সঙ্গে জুটি বেঁধেছেন ববি। এটি নির্মাণ করছেন কেএ নিলয়। 

‘বউ’ সিনেমার মহরতে পরিচালক কেএ নিলয় জানান, চলতি মাসের শেষে ‘বউ’ সিনেমার শুটিং শুরু হবে। একটানা শুটিং করে দ্রুত শেষ করা হবে দৃশ্য ধারণের কাজ। নতুন বছরের মাঝামাঝি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

নতুন বাংলাদেশের সিনেমা নিয়ে কতটা আশাবাদী? জানতে চাওয়া হয়েছিল অভিনেত্রীর কাছে। 

জবাবে ববি বলেন, সিনেমার কাজ কিন্তু হচ্ছে, টুকটাক। দেশের প্রায় সব জায়গাতেই কাজ একটু কম কম হচ্ছে। একটা ট্রানজিশন পিরিয়ড যখন যায়, তখন সবকিছুর একটা টানাপোড়েন থাকে। সিনেমায়ও সে রকম যাচ্ছে। আমি পজিটিভ মানুষ, আমি সবসময় সম্ভাবনা দেখি। আমি আশাবাদী।

গত ঈদুল আজহায় মুক্তি পায় ববি অভিনীত সিনেমা ‘ময়ূরাক্ষী’। যদিও প্রেক্ষাগৃহে দর্শক টানতে ব্যর্থ হয় সিনেমাটি। তবে সিনেমার পরিচালকের সঙ্গে দ্বন্দ্ব নিয়ে আলোচনায় ছিলেন নায়িকা ববি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম