Logo
Logo
×

বিনোদন

তৌহিদ আফ্রিদির ‘বিয়ের ছবি’ ভাইরাল

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪, ০৪:২৬ পিএম

তৌহিদ আফ্রিদির ‘বিয়ের ছবি’ ভাইরাল

ছবি: সংগৃহীত

হঠাৎ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে ইউটিউবার তৌহিদ আফ্রিদির বিয়ের ছবি। মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে ভাইরাল হওয়া সে ছবিতে দেখা যায়, বিয়ের অনুষ্ঠানে কনের সঙ্গে আফ্রিদি। বিয়ের বিভিন্ন আনুষ্ঠানিকতার চিত্র উঠে এসেছে সে ছবিগুলোতে।

তবে কোথায়, কবে বিয়ের পিঁড়িতে বসেছেন আফ্রিদি, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

তবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলো দেখে অনুমান করা যায়, ওইসব ছবি এসেছে টিকটক থেকে। জানা যাচ্ছে, তৌহিদ আফ্রিদির স্ত্রীর নাম রাইসা। তিনি টিকটকে জনপ্রিয়। 

রাইসার সঙ্গে তৌহিদ আফ্রিদির প্রেমের গুঞ্জন অবশ্য অনেক দিন ধরেই বাতাসে ভাসছিল। তবে বিষয়টিকে গুঞ্জন বলে উড়িয়ে দিচ্ছিলেন তিনি। এবার বিয়ের ছবি প্রকাশ পেতেই নেটিজেনদের বুঝতে বাকি থাকছে না।

জানা গেছে, রাইসা দেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছেন। শোনা যাচ্ছে,  দুই পরিবারের সম্মতিতে বিয়ে হয়েছে।

এদিকে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই আত্মগোপনে রয়েছেন তৌহিদ আফ্রিদি। পতিত সরকারের সঙ্গে সংশ্লিষ্ট কিছু ব্যক্তির সঙ্গে এই ইউটিউবারের গভীর সম্পর্কের কারণে সমালোচনার শিকার হতে হয়েছে তাকে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম