Logo
Logo
×

বিনোদন

ফের সুখবর দিলেন মেহজাবীন

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ১১:৫১ এএম

ফের সুখবর দিলেন মেহজাবীন

অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর অভিনীত প্রথম সিনেমা ‘সাবা’ দেশে এখনও মুক্তি না পেলেও ইতিমধ্যে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হওয়া ৪৯তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ডিসকভারি প্রোগ্রামে নির্বাচিত হয়ে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় সিনেমাটি। এখানেই শেষ হয় নয়, অক্টোবরে ২৯তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘অ্যা উইন্ডো অন এশিয়ান সিনেমা বিভাগে প্রদর্শীত হয়। 

এবার আরও একটি সুখবর দিলেন মেহজাবীন। ‘সাবা’ এবার সৌদি আরবের রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা করবে। 

সিনেমাটি পরিচালক মাকসুদ হোসাইন জানান, বেশ আগেই সুখবরটি পেয়েছিলেন, কিন্তু বলা বারণ ছিল। আজ আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

মাকসুদ বলেন, এটা আমাদের সিনেমার জন্য দারুণ সুখবর। কারণ, এশিয়ার মধ্যে এখন রেড সি চলচ্চিত্র উৎসব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আয়োজনও হয় অনেক বড় পরিসরে। সেখানে বিশ্বের গুরুত্বপূর্ণ ১৫টি সিনেমার সঙ্গে প্রতিযোগিতা করবে আমাদের ‘সাবা’। এটা আমাদের জন্য সম্মানের। দর্শকদের সঙ্গে নতুন অভিজ্ঞতার অপেক্ষায় রয়েছি।’

উৎসবে প্রতিযোগিতা বিভাগে মনোনয়ন পাওয়া সিনেমার মধ্যে রয়েছে ভারতের ‘সুপারবয়েস অব মালেগাঁও’, সুইজারল্যান্ড–পর্তুগালের সিনেমা ‘হানামি’, অস্ট্রিয়ার সিনেমা ‘মুন’, মিসরের সিনেমা ‘স্নো হোয়াইট’, তিউনিসিয়ার সিনেমার ‘রেড পাথ’, ইরানের সিনেমা ‘সিক্স ইন দ্য মর্নিং’, সৌদি আরবের সিনেমা ‘সাইফি’, ইরাকের সিনেমা ‘সংস অব আদম’ ইত্যাদি।

‘সাবা’ ছবিটির দৈর্ঘ্য ৯০ মিনিটের। এর আগে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ডিসকভারি প্রোগ্রামে নির্বাচিত হয় ‘সাবা’। পরবর্তী সময়ে বুসান চলচ্চিত্র উৎসবে অংশ নেয়। অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর প্রথম চলচ্চিত্র ‘সাবা’।

এতে নামভূমিকায় অভিনয় করেছেন তিনি। মেহজাবীন ফেসবুকে লিখেছেন, ‘দারুণ একটা উৎসবে আমাদের সিনেমাটি প্রতিযোগিতা করছে। অভিনন্দন পুরো টিম।’

দীর্ঘদিন ধরে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও বিজ্ঞাপনচিত্র নির্মাণ করছেন মাকসুদ হোসেন।

নির্মাণের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও তিনি পরিচিত। বর্তমানে ‘বেবিমুন’ নামে পরবর্তী সিনেমার চিত্রনাট্য করছেন মাকসুদ। তিনি জানান, আগামী ৬ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত চলবে উৎসবটি। এখানে ১৫টি সিনেমার সঙ্গে প্রতিযোগিতা করবে বাংলাদেশের ‘সাবা’। উৎসবে তারা অংশগ্রহণ করবেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম