পানওয়ালার গান শুনে হাউমাউ করে কাঁদলেন শ্রেয়া ঘোষাল
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ০৩:৪৭ পিএম
ছবি: সংগৃহীত
খড়গপুরের পানওয়ালা থেকে গানওয়ালা হওয়ার জার্নিতে আরও একধাপ এগোলেন শুভজিৎ। খড়গপুরের ছেলের কণ্ঠে বাংলার লোকগীত শুনে কান্না থামল না সংগীতশিল্পী শ্রেয়া ঘোষালের।
গত সিজনের মতো এবারও ইন্ডিয়ান আইডলের স্টেজে বাংলার গায়ক-গায়িকারা ঝড় তুলছেন। চলতি সপ্তাহে ইন্ডিয়ান আইডল টপ ১৫-এর বাছাই করতে গিয়ে মহাফ্যাঁসাদে বিচারকরা। কাকে ছেড়ে কাকে বাছবেন, এখন সেই অগ্নিপরীক্ষা শ্রেয়া, বিশাল, নীতির।
হ্যাঁ, এ সপ্তাহে বাদশার পরিবর্তে অতিথি বিচারক হিসাবে রয়েছেন নীতি মোহন। স্বপ্নপূরণের নেশায় পানের দোকান ফেলে ইন্ডিয়ান আইডলে বাংলার শুভজিৎ! হৃদমাঝারে-দাগাবাজের ম্যাশাপে মুগ্ধ বিচারকরা। অডিশন পর্বেই বাংলার ‘পানওয়ালা’ শুভজিৎ চক্রবর্তীর সুরের জাদুতে মুগ্ধ হয়েছিলেন ইন্ডিয়ান আইডলের বিচারকরা। থিয়েটার গালা রাউন্ডেও নিরাশ করলেন না শুভজিৎ। বরং তার গান শুনে শ্রেয়া ঘোষালের চোখের জল বাঁধ মানল না। হাউমাউ করে কেঁদেই ফেললেন তিনি। এর আগে সুপার সিঙ্গার সিজন ৩-এর মঞ্চে সাড়া ফেলেছিলেন এই পানওয়ালা।
ফের একবার রাহাত ফতেহ আলি খানের গান গাইলেন শুভজিৎ। সেই সঙ্গে বাংলার ফোক গান উঠে এলো তার দরদ ভরা কণ্ঠে। যুবরাজ ছবির ‘সুরিলি আঁখিওয়ালে….’ গান দিয়ে এদিনের পারফরম্যান্স শুরু করে শুভজিৎ। এদিন প্রিয় বাদ্যযন্ত্র খমকও সঙ্গে ছিল না তার। শুধু কণ্ঠের জাদুতেই সবাইকে আচ্ছন্ন করল খড়গপুরের ছেলে।
শুভজিৎ এরপর যখন অন্তরা গাইতে গাইতে ঢুকে পড়লেন ‘আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে…’ তখন আর স্থির থাকতে পারেননি শ্রেয়া-বিশালরা। শুভজিতের সুর সাগরে ডুব দিয়ে নাচতে শুরু করেন তারা। বিশালকে জড়িয়ে ধরেন শ্রেয়া। তার চোখ দিয়ে তখন জল গড়িয়ে পড়ছে অবিরাম। মঞ্চে গিয়ে শুভজিতের হাতে সেরা ১৫-এর মাইক তুলে দেন শ্রেয়া। তাকে বলতে শোনা গেল— আমি এই গানের নেশা থেকে বার হতেই চাই না… চাই না এই সম্মোহন শেষ হোক।
খড়গপুর অঞ্চলের এক পান বিক্রেতা শুভজিৎ। সংগীত তার ধমনীতে বইছে। বাবা হারমোনিয়াম বাজিয়ে গান করে ফেরেন পথে পথে। বাবাকে স্কুটার কিনে দেওয়ার স্বপ্ন নিয়েই আইডলের মঞ্চে এসেছে শুভজিৎ।
অডিশন পর্বেই ‘দগাবাজ’ গেয়ে সবার মন জিতে নিয়েছিল শুভজিৎ। সেই মুগ্ধতা আরও কয়েকগুণ বেড়ে গেল শনিবারের পারফরম্যান্স শেষে। সেরা ১৫-তে জায়গা পাওয়াটা শুভজিতের কাছেও স্বপ্নের মতো। বিচারকদের পর গোটা ইন্ডিয়ার হৃদমাঝারে জায়গা করে নিতে সফল হবেন শুভজিৎ? সেটিই এখন দেখর পালা।