Logo
Logo
×

বিনোদন

প্রথম সম্মাননা প্রাপ্তি নিয়ে যা বললেন উচ্ছ্বসিত প্রমা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৪, ০১:৪৭ এএম

প্রথম সম্মাননা প্রাপ্তি নিয়ে যা বললেন উচ্ছ্বসিত প্রমা

বর্তমান সময়ের দর্শকপ্রিয় সঙ্গীতশিল্পী প্রমা জামান মীম। বাংলাদেশ টেলিভিশন ও বেতারে আধুনিক ও লোকগানে তালিকাভুক্ত একজন শিল্পী তিনি। 

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করলেও তার দিবা-রাত্রি কাটে গান নিয়েই। নিয়োমিত টিভি শো, নাটক ও বিজ্ঞাপনে কণ্ঠ দিয়ে আসছেন তিনি। 

সম্প্রতি এই সঙ্গীতশিল্পীর ক্যারিয়ারে যুক্ত হলো নতুন পালক। ‘মেঘের চাদর’ শিরোনামের গানে কণ্ঠ দিয়ে পেয়েছেন ‘বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৪’ সম্মাননা। 

ক্যারিয়ারে প্রথমবার এই অ্যাওয়ার্ড প্রাপ্তিতে বেশ উচ্ছ্বসিত প্রমা। 

তিনি বলেন, ছোটবেলা থেকেই স্কুল কলেজে অনেক পুরস্কার পেয়েছি। কিন্তু এমন বড় আয়োজন যেখানে দেশের বড় বড় অনেক শিল্পী বিভিন্ন মাধ্যমের তারা পুরস্কৃত হয়েছেন, সেই তালিকায় আমিও আছি, ভাবতেই আসলে ভালো লাগছে। এটি আমার আমার শিল্পী হিসেবে প্রথম অ্যাওয়ার্ড প্রাপ্তি। পুরস্কার পেতে সবারই খুব ভালো লাগে আমারও ভীষণ ভালো লাগছে এবং আমি ভীষণ সম্মানিত বোধ করছি।

গানের সঙ্গে পথচলা নিয়ে প্রমা বলেন, আসলে একদম ছোটবেলা থেকেই বাংলাদেশ টেলিভিশনে  সাপ্তাহিক প্রোগ্রাম হলদে পাখির পালক অনুষ্ঠানের মধ্যে দিয়ে যাত্রা শুরু। গান শেখার শুরু ৪ বছর বয়স থেকে। আমি নিয়মিত টেলিভিশনে প্রোগ্রাম করছি, প্রায় প্রতিটি টেলিভিশনেই আমার প্রোগ্রাম যাচ্ছে।

নাটক, বিজ্ঞাপনে গানের পাশাপাশি নিজের কিছু মৌলিক গান নিয়েও কাজ করছেন উল্লেখ করে প্রমা বলেন, উপমহাদেশের বিখ্যাত সঙ্গীতশিল্পী লতা জি ও আমাদের দেশের রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিন ম্যামকেও আমি অনুসরণ করি। টিভি প্রোগ্রাম করার পাশাপাশি কিছু মৌলিক গান নিয়েও কাজ করছি। যেগুলোর কাজ খুব দ্রুতই শেষ হবে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম