Logo
Logo
×

বিনোদন

জেলে থাকার সেই দুঃসহ অভিজ্ঞতা জানালেন পরীমনি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৪, ০৯:৫৯ পিএম

জেলে থাকার সেই দুঃসহ অভিজ্ঞতা জানালেন পরীমনি

২০২১ সালের ৪ আগস্টের ঘটনা। সেদিন বাসা থেকে মাদকসহ পরীমনিকে গ্রেফতার করে র্যাব। ২৬ দিন কারাগারে থাকতে হয়েছিল তাকে। সেই দুঃসহ অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী।

এটিএন নিউজের এক অনুষ্ঠানে সম্প্রতি পরীমনির কাছে জানতে চাওয়া হয় জেল জীবনে কী শিখেছেন? 

জবাবে পরীমনি বলেন, আমাকে পাঠানো হয়েছে জেলে। সেখানে গিয়ে কি ভালো কিছু শিখব? দিল তো সব নেশাখোরদের সঙ্গে থাকতে। সেখানে প্রচুর গালিগালাজ শিখেছি। ওরা সারাক্ষণ এ-ই করত।

অভিনেত্রী বলেন, জেলে গিয়ে দেখেছি প্রতিটি মানুষের আলাদা আলাদা গল্প। এমন অনেকে আছে, যারা ৪০ বারের বেশি জেলে গেছে। পুরো ভিন্ন একটা জগৎ। কেউ কেউ মুখে ব্লেড নিয়ে ঘুরছে। প্রচুর গ্রুপিং হয় সেখানে। জেলে সময় কাটানো খুব কঠিন। কোনো অ্যাক্টিভিটি নেই তো সেখানে। কতক্ষণ আর গল্প করা যায়। টাইম পাস করার জন্য অনেকে ইচ্ছা করেই ঝগড়া করত। সেসব স্মৃতি লিখে রেখেছি।

তিনি বলেন, অনেকের সঙ্গে ভালো সম্পর্ক হয়েছিল। যখন জেল থেকে বেরিয়ে আসছিলাম, সেই সময় অনেকের মন খারাপ হয়েছে। বের হওয়ার সময় কান্নাকাটি হয়েছে গলা ধরে। দুজন আবার খুশিও হয়েছে। তাদের মনোভাবটা ছিল, যা- গেলে বাঁচি।

এদিকে মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে আবারও অভিনয়ে ব্যস্ত হয়ে উঠছেন পরীমনি। আগামী ৮ নভেম্বর ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পাবে তার প্রথম ওয়েবসিরিজ ‘রঙিলা কিতাব’। এতে পরীমনির বিপরীতে অভিনয় করেছেন মোস্তাফিজ নূর ইমরান। সিরিজটির প্রচারে এখন ব্যস্ত পরীমনি।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম