ফাইল ছবি
মডেল-অভিনেত্রী জেসিয়া ইসলাম কম্বোডিয়ায় মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। বাংলাদেশি এই মডেলের পোশাকে এবার উঠে এল ছাত্র-জনতার অভ্যুত্থান।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করে খবরটি নিজেই জানিয়েছেন জেসিয়া।
১ অক্টোবর এই প্রতিযোগিতায় অংশ নিতে কম্বোডিয়া যান জেসিয়া। তিনি জানান, এই আয়োজনের জন্য দুই মাস আগে থেকে পরিকল্পনা করেন।
কম্বোডিয়া যাওয়ার পর থেকেই নিজের ফেসবুক, ইনস্টাগ্রামে ছবি ও ভিডিও অনুরাগীদের সঙ্গে ভাগাভাগি করে নিয়েছেন জেসিয়া।
এবার তার পোশাকে উঠে এল ছাত্র-জনতার অভ্যুত্থান। ‘সোনার বাংলাদেশ, আমরা তোমাদের ভুলব না’—এমন ক্যাপশন দিয়ে তার পোশাকে ব্যবহৃত হ্যাশট্যাগগুলো তুলে ধরেছেন।
জেসিয়া জানান, তিনি ‘কোটা আন্দোলন’, ‘মুক্তি’, ‘ছাত্র জনতা’, ‘মুক্ত বাংলা’, ‘কোটা বাতিল’, ‘সমান অধিকার’ ইত্যাদি হ্যাশট্যাগ ব্যবহার করেছেন। তার পোস্টের নিচে মন্তব্যের ঘরে প্রশংসা করেছেন অনেক অনুরাগী।
এর আগে এই প্রতিযোগিতা নিয়ে জেসিয়া বলেছিলেন, ‘এটি আমার তৃতীয় আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ। এর আগে বাংলাদেশের পক্ষ থেকে ভিয়েতনামে ‘মিস চার্ম’ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলাম। এ ধরনের আয়োজনে অংশ নেওয়ার প্রধান উদ্দেশ্য হলো, আমার বাংলাদেশকে সুন্দরভাবে উপস্থাপন করা। আমার অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের নামটাই উচ্চারিত হয়। সবাই যেন বাংলাদেশকে মনে রাখে, এটাই স্বপ্ন।’
এদিকে ২৫ অক্টোবর শেষ হওয়া এই প্রতিযোগিতায় গ্র্যান্ড ফিনালেতে বিজয়ী হয়েছেন ভারতের মডেল র্যাচেল রুপ্তা।