Logo
Logo
×

বিনোদন

‘আধুনিক বাংলা হোটেলে’ তিন রূপে হাজির হবেন মোশাররফ করিম

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৪, ০৫:২৬ পিএম

‘আধুনিক বাংলা হোটেলে’ তিন রূপে হাজির হবেন মোশাররফ করিম

মোশাররফ করিম/সংগৃহীত

একই প্রজেক্টে ভিন্ন ভিন্ন চরিত্রে রূপদান করা মোশাররফ করিমের জন্য মোটেই নতুন নয়। জনপ্রিয় ‘যমজ’ সিরিজে বছরের পর বছর একাধারে তিনটি চরিত্রে অভিনয় করেছেন। এছাড়া বহু বছর আগে ‘সাধারণ জ্ঞান’ নামের একটি একক নাটকে সাত চরিত্রে অভিনয় করতে দেখা যায় তাকে। এবার ওটিটি প্ল্যাটফর্ম চরকি’র মুক্তি প্রতীক্ষিত ওয়েব সিরিজ ‘আধুনিক বাংলা হোটেল’-এও তিনটি ভিন্ন চরিত্রে পারফর্ম করতে দেখা যাবে তাকে।

কাজী আসাদ পরিচালিত আধুনিক বাংলা হোটেল একটি অ্যান্থলজি সিরিজ। এতে তিন সপ্তাহে তিনটি ভিন্ন গল্পে হাজির হবেন মোশাররফ করিম। পর্ব তিনটির নাম-’বোয়াল মাছের ঝোল’, ‘খাসির পায়া’ এবং ‘হাঁসের সালুন’।

থ্রিলার লেখক শরীফুল হাসানের ছোটগল্প অবলম্বনে নির্মিত আধুনিক বাংলা হোটেলের প্রথম পর্ব ‘বোয়াল মাছের ঝোল’ আগামী বুধবার দিবাগত রাত ১২টা থেকে চরকিতে দেখা যাবে বলে প্ল্যাটফর্মটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

দেশের একটি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে নির্মাতা আসাদ সিরিজটি সম্পর্কে খানিকটা ধারণা দিয়েছেন, ‘আধুনিক বাংলা হোটেল’ সিরিজে দর্শক নানা ঘরানার মিশেল পাবেন। গল্পে সাইকোলজিক্যাল হরর, ফ্যান্টাসি, থ্রিলার ও মিথলজির মিশ্রণ রয়েছে।’

পরিচালকের ইচ্ছে ছিল মোশাররফ করিমকে একই প্রজেক্টে ভিন্ন ভিন্ন রূপে উপস্থাপন করার। সে ইচ্ছেপূরণ হয়েছে জানিয়ে পরিচালক বলেছেন, আধুনিক বাংলা হোটেলে তিনটি গল্পে তিনভাবে দেখা যাবে মোশাররফ করিমকে।

এদিকে দর্শকরা সিরিজটি দেখে বিস্মিত হবেন বলে মনে করছেন অভিনেতা মোশাররফ করিম। আধুনিক বাংলা হোটেল নিয়ে তার ভাবনা, ‘সিরিজে আমার চরিত্রগুলোতে দেখা–অদেখার মিশ্রণ রয়েছে। চরিত্রগুলোর কিছু বৈশিষ্ট আমাদের আশেপাশের মানুষের মধ্যে পাওয়া যায়। আবার কিছু বৈশিষ্ট অদেখা। কিছু বিষয় আছে বাইরে থেকে বোঝা যায়। কিন্তু তার মনের মধ্যে যা চলছে, সেটি বোঝার উপায় থাকে না, মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব থাকে। এমন বিষয় আনতে হয়েছে সিরিজটির অভিনয়ে।’

প্রসঙ্গত, গত ৯ জুলাই ‘আধুনিক বাংলা হোটেল’ প্রজেক্টে চুক্তিবদ্ধ হন মোশাররফ করিম। এরপর টানা দুই মাস ধরে দেশের বিভিন্ন জায়াগায় দৃশ্যধারণের কাজ চলেছে। সিরিজের বিভিন্ন পর্বে অভিনয় করেছেন গাজী রাকায়েত, সালাহউদ্দিন লাভলু, শিল্পী সরকার অপু, একে আজাদ সেতু, নিদ্রা নেহাসহ অনেকে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম