Logo
Logo
×

বিনোদন

কপিল শর্মার আয় কত?

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৪, ০৩:৫৩ পিএম

কপিল শর্মার আয় কত?

২০০৭ সালে কমেডি শোর প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ী হন কপিল শর্মা। ১০ লাখ রুপি পুরস্কারও পান তিনি। তার পর রাতারাতি খ্যাতি পেয়ে যান এ সঞ্চালক। ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রতিযোগী হিসাবে অংশগ্রহণ করেন তিনি। প্রতিটি প্রতিযোগিতায় জেতেন কপিল শর্মা।

ঘটনা ২০১৩ সালের। হাস্যকৌতুকে মোড়া অনুষ্ঠানের সঞ্চালনা শুরু করেন কপিল শর্মা। সঞ্চালনার পাশাপাশি সেই শোর সহ-প্রযোজনাও করেন তিনি। কাজের বিনিময়ে প্রথম পারিশ্রমিক পান ৫০০ রুপি। বর্তমানে ৩০০ কোটির সম্পত্তির মালিক কপিল। শুধু তাই নয়, ভারতে ছোটপর্দার যত তারকা রয়েছেন, তাদের সবার চেয়ে উপার্জনের নিরিখে এগিয়ে রয়েছেন এ সঞ্চালক। প্রতিটি পর্ব সঞ্চালনা করে পাঁচ কোটি টাকা উপার্জন করেন কপিল। 

১৯৮১ সালের এপ্রিল মাসে অমৃতসরে জন্ম কপিলের। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল তার। বাড়িতেও সেই কথা জানিয়েছিলেন তিনি। কপিলের বাবা-মা দুজনেই চাইতেন যে, তাদের সন্তানের স্বপ্নপূরণ হোক। 

ছোটপর্দার পাশাপাশি বড়পর্দায়ও পা রাখেন কপিল। ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘কিস কিস কো প্যার করু’ ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করতে দেখা যায় কপিলকে। তার পর ‘ফিরঙ্গি’, ‘জুইগ্যাটো’ এবং ‘ক্রু’ ছবিতে অভিনয় করেন তিনি।

‘দ্য অ্যাংরি বার্ডস মুভি ২’ নামে একটি ইংরেজি ছবিতে রেড চরিত্রের নেপথ্যে কণ্ঠ দিয়েছেন কপিল। ছোটপর্দায় তার শো এত জনপ্রিয়তা পেয়ে যায় যে, ওটিটি প্ল্যাটফর্মেও কপিলের শোর সম্প্রচার শুরু হয়।

২০০১ সালে মুক্তি পাওয়া সানি দেওল ও আমিশা প্যাটেল অভিনীত ‘গদর: এক প্রেম কথা’ নামের ছবির শুটিং হয়েছিল অমৃতসরে। অনিল শর্মা পরিচালিত এ ছবির অ্যাকশন ডিরেক্টর ছিলেন তিনু বর্মা। বাবার নির্দেশে ‘গদর’ ছবির সেটে ঘোরাফেরা করা শুরু করেন কপিল শর্মা।

‘গদর’ ছবিতে একটি দৌড়ের দৃশ্যে অভিনয় করেছিলেন কপিল। এমনটাই দাবি করেছিলেন তিনু। পরে এই কথা স্বীকার করেন কপিল নিজেও। কপিল জানান, তিনুর কাছে চড়ও খেয়েছিলেন তিনি। তার পর ‘গদর’-এর সেট থেকে কপিলকে বার করে দিয়েছিলেন তিনু।

তিনু এক সাক্ষাৎকারে বলেছিলেন, আমি কপিলকে বলছিলাম— একদিকে দৌড়ানোর জন্য। কিন্তু ও অন্যদিকে দৌড় দিয়েছিল। পরে আবার কপিলের জন্য শট নিতে হয়েছিল। আবার অন্যদিকে দৌড়েছিল কপিল। খুব রাগ হয়েছিল তখন। ওর গালে চড় মেরে সেট থেকে বার করে দিয়েছিলাম আমি।

‘গদর’ যখন মুক্তি পায়, তখন বন্ধুবান্ধবকে নিয়ে প্রেক্ষাগৃহে গিয়েছিলেন কপিল। ভেবেছিলেন, বড় পর্দায় তাকে দেখা যাবে। কিন্তু কপিল লক্ষ্য করেছিলেন যে, তার দৃশ্য ছবি থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে।

মুম্বাইয়ে অন্ধেরির মতো এলাকায় বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে কপিলের। জানা গেছে, সেই ফ্ল্যাটের বাজারমূল্য ১৫ কোটি রুপি। বিনোদনজগতের সঙ্গে যুক্ত যে তারকারা সবচেয়ে বেশি কর দিয়েছেন, তাদের মধ্যে প্রথম সারিতে রয়েছেন কপিল। ‘ফরচুন ইন্ডিয়া’ সূত্রে জানা যায়, ২০২৪ অর্থবর্ষে ২৬ কোটি রুপি কর দিয়েছেন কপিল। বর্তমানে কপিলের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৩০০ কোটি টাকা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম