Logo
Logo
×

বিনোদন

মিষ্টি রোদের ছোঁয়া গায়ে নিজেদের ধরা দিলেন শিরিন-সাজিল

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৪, ০১:০৯ পিএম

মিষ্টি রোদের ছোঁয়া গায়ে নিজেদের ধরা দিলেন শিরিন-সাজিল

সম্প্রতি বিয়ে করেছেন ঢালিউড অভিনেত্রী শিরিন শিলা। দীর্ঘ ছয় বছর প্রেমসম্পর্কে থাকার পর প্রেমিক আবিদুল মোহাইমিন সাজিলকে বিয়ে করেছেন এ অভিনেত্রী। চলতি বছরের শুরুতেই নায়িকা জানিয়েছিলেন— এ বছরেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তারা।

এর আগে শিরিন-সাজিলের প্রথম সাক্ষাৎ হয় ২০১৮ সালের ১০ অক্টোবর। ছয় বছর আগের প্রেমের শুভদৃষ্টির দিনটিকে স্মরণ করে গত ১০ অক্টোবর ২০২৪ বিয়ে করেন তারা। রাজধানীর একটি কনভেনশন সেন্টারে ছোট পরিসরে তাদের বিয়ের আয়োজন সম্পন্ন হয়। বিয়ের পর থেকেই এখন তারা সুখী দম্পতি। এখন তাদের বিয়ের বয়স ১৭ দিন। শুরু হয়েছে এখন তাদের হানিমুন পিরিয়ড, এতে কোনো সন্দেহ নেই।

শুক্রবার সামাজিকমাধ্যমে শিরিনের একটি ভিডিও পোস্টে দেখা যায়, গাড়িতে করে ঘুরতে বেরিয়েছেন নায়িকা ও তার স্বামী সাজিল। পোস্টের কমান্ড বক্সে অভিনেত্রী লিখেছেন—বেড়াতে যাই কক্সবাজার।

রৌদ্রোজ্জ্বল এক সকালে মিষ্টি রোদের ছোঁয়া গায়ে লাগিয়ে এক ফ্রেমে নিজেদের ধরা দিলেন শিরিন ও সাজিল। ছবিটি এসেছে একটা অভিজাত হোটেলের সুইমিংপুল কমপ্লেক্স থেকে তোলা। দুজনের চোখেই রোদচশমা আর গায়ে টিশার্ট। বোঝাই যাচ্ছে, সেখানে বেশ জমিয়ে, চিলিং সময় কাটাচ্ছেন এ নবদম্পতি।

এ নবদম্পতি ভালোবাসায় ভরা মুহূর্ত অনুরাগীদের মাঝে শেয়ার করে নিলেন। ফেসবুক পোস্টে ছবিগুলো শেয়ার করে শিরিন আরও লিখেছেন—শুভ সকাল কক্সবাজার! যদিও তারা হানিমুন উদযাপনে সেখানে গেছেন কিনা, তা স্পষ্ট কিছু লেখা নেই।

তাদের একসঙ্গে দেখে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটান ভক্ত-অনুরাগীরা। এক নেটিজেন লিখেছেন— নিশ্চয়ই হানিমুন কাটাতে কক্সবাজার পাড়ি জমিয়েছেন এ নবদম্পতি। তাদের দাম্পত্য জীবন যেন সুখের হোক, সেটিও কামনা করেন অনুরাগীরা।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম