আধুনিক বাংলা হোটেলে পোস্টারে মোশাররফ করিম
মোশাররফ করিমের বেশিরভাগ কাজ কমেডি ঘরানার। এর বাইরে থ্রিলার, ড্রামা, রোম্যান্টিক ঘরানাতেও কম কাজ করেননি। তবে সেই তুলনায় ভৌতিক গল্পে তার উপস্থিতি দেখা যায়নি বললেই চলে। এবার ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে ভৌতিক ঘরানার গল্পে দেখা দেবেন এই জনপ্রিয় অভিনেতা।
কয়েকদিন ধরেই চরকির ফেসবুক পেজে ‘আধুনিক বাংলা হোটেল’ নামের একটি কনটেন্টের থিম পোস্টার প্রকাশ করা হচ্ছিল। সে ধারাবাহিকতায় শুক্রবার (২৫ অক্টোবর) এই কনটেন্টের আরেকটি পোস্টার প্রকাশ করেছে তারা। তবে এবার আর শুধু থিম নয়, পোস্টারে দেখা দিয়েছেন মোশাররফ করিম।
পোস্টারের নিচে তিনটি নাম দেওয়া রয়েছে–‘বোয়াল মাছের ঝোল’, ‘খাসির পায়া’ এবং ‘হাঁসের সালুন’। এগুলো আধুনিক বাংলা হোটেল ওয়েব সিরিজের তিনটি পর্বের নাম। তিন সপ্তাহে পর্যায়ক্রমে এই তিনটি পর্ব চরকিতে প্রচারিত হবে।
সিরিজটি নির্মাণ করেছে কাজী আসাদ। গত জুলাইয়ে এই সিরিজের ঘোষণা দেয় চরকি। আধুনিক বাংলা হোটেল হতে যাচ্ছে চরকিতে মোশাররফ করিমের প্রথম ওয়েব সিরিজ। এর আগে চরকিতে সঞ্জয় সমদ্দার পরিচালিত ওয়েব ফিল্ম ‘দাগ’ এবং শরাফ আহমেদ জীবনের ‘বকুল ফুল’ শর্টফিল্মে অভিনয় করেছিলেন তিনি।
আধুনিক বাংলা হোটেলে মোশাররফ করিম বাদে অন্য অভিনয়শিল্পীদের নাম জানা যায়নি।