মধুচন্দ্রিমায় গিয়ে সঙ্গ দেননি সহধর্মিণীকে, কী করেছিলেন এআর রহমান
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৪, ০১:৫৮ পিএম
অস্কারজয়ী সংগীত সুরকার এআর রহমান মধুচন্দ্রিমায় গিয়ে সহধর্মিণীকে সঙ্গ না দিয়ে নাকি সারারাত বীণা বাজিয়েছিলেন। কেন এমন করেছিলেন এ সুরস্রষ্টা? সম্প্রতি এক সাক্ষাৎকারে এআর রহমানের শ্যালক ভগ্নিপতির জীবনের এ অজানা কথাই তুলে ধরলেন।
দেশের অন্যতম খ্যাতিমান কিংবদন্তি সংগীত সুরকার ও পরিচালক এআর রহমান। বিশ্বজোড়া খ্যাতি তার। দেশের মুখ উজ্জ্বল করেছেন অস্কার মঞ্চেও। সাধারণভাবে নিজের কাজের জন্যই প্রচারের আলোয় থাকেন এআর রহমান। স্বভাবজাত কারণে স্বল্পভাষী হওয়ায় ক্যামেরার সামনে বেশ মুখচোরা তিনি। অতীতে ক্যামেরার সামনে বেশ কয়েকবার সুরকারকে দেখা গেছে সহধর্মিণীকে শাসন করতে। তবে সুরকার মধুচন্দ্রিমায় গিয়ে সহধর্মিণীকে সঙ্গ না দিয়ে নাকি সারারাত বীণা বাজিয়েছিলেন।
তামিলের পাশাপাশি হিন্দি ইন্ডাস্ট্রিতে দাপটের সঙ্গে কাজ করলেও সংগীত পরিচালক এআর রহমান সব সময়ই তামিলকে সব থেকে বেশি প্রাধান্য দিয়ে এসেছেন। সহধর্মিণী সায়রা বানুর সঙ্গে দীর্ঘ দাম্পত্য তার। তিন সন্তানের অভিভাবক তারা। তবে বরাবরই নিজের কাজের প্রতি ভীষণ রকম দায়বদ্ধ রহমান। সে কারণে মধুচন্দ্রিমায় গিয়ে নাকি সহধর্মিণীকে সঙ্গ দিতে পারেননি সুরকার।
আনন্দবাজারের প্রতিবেদন সূত্রে জানা গেছে, সম্প্রতি এআর রহমানের শ্যালক এক সাক্ষাৎকারে ভগ্নিপতির জীবনের এই অজানা কথাই তুলে ধরলেন। তিনি যে একেবারে বিপরীত স্বভাবের মানুষ সে কথাও জানালেন তিনি। এআর রহমানের শ্যালক বলেন, সহধর্মিণীকে নিয়ে মধুচন্দ্রিমায় গেছেন রহমান। সুরকারের সহধর্মিণীকে রাত ১২টা নাগাদ ফোন করতেই তিনি বলেন, ঘুমিয়ে পড়েছিলেন তিনি। পাশের ঘরে বীণা বাজাচ্ছেন রহমান। কারণ একটি সুর নিয়ে অনেক দিন ধরে চিন্তাভাবনা করছিলেন। সেই কারণে মধুচন্দ্রিমায় গিয়েও সেই কাজকেই প্রাধান্য দিয়েছেন তিনি।