Logo
Logo
×

বিনোদন

সিনেমায় অভিনয়ের পর ‘মানসিক’ হাসপাতালে নায়ক

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৪, ০৬:৩৪ পিএম

সিনেমায় অভিনয়ের পর  ‘মানসিক’ হাসপাতালে নায়ক

বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান। তাকে বলিউডের অন্যতম সফল অভিনেতা হিসেবে বিবেচনা করা হয়। 

শাহরুখ খান বিভিন্ন চরিত্রে অভিনয় করে কোটি কোটি দর্শকের মন জয় করেছেন। দেবদাস সিনেমায় অভিনয় করে শাহরুখ চিরস্মরণীয় হয়ে আছেন।

শাহরুখ খানের আগে সর্বপ্রথম দেবদাস সিনেমায় অভিনয় করেছিলেন দিলীপ কুমার। ১৯৫৫ সালে বাংলা ভাষায় ‘দেবদাস’ উপন্যাসের ওপর ভিত্তি করে বিমল রয়ের সিনেমাটি নির্মাণ করেছিলেন।

ওই ঘটনার স্মৃতিচারণ করতে গিয়ে ২০০২ সালে দিলীপ কুমার শাহরুখকে জানান, তিনি সিনেমাটির কাজ শেষ করার পর এক বছরেরও বেশি সময় ধরে ‘মানসিক হাসপাতালে চিকিৎসা’ নিয়েছিলেন।

নিজের ক্যারিয়ারের শুরুর দিকের কথা স্মরণ করে শাহরুখ খান বলেছিলেন, প্রথমদিকে আমি দিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামাতে পড়তাম। আমি একটি থিয়েটার গ্রুপের সদস্য ছিলাম। আমরা অনেক ওয়ার্কশপ করেছি এবং কিছু নাটক করেছি। আমি টেলিভিশনে দুই বছর কাজ করে যা শিখেছি- এখনকার সময়ে দশ বছর কাজ করলেও তা শেখা সম্ভব না। 

২০০২ সালে শাহরুখ আরও বলেছিলেন, আমি সিনেমা দেখি। আমি বাচ্চাদের পছন্দ করি। আপনি বাচ্চাদের যতই দেখবেন, ততই শিখবেন। তারা খুবই অকৃত্রিম। আমার ছেলে (আরিয়ান) তখন চার বছরের এবং মেয়ে (সুহানা) দুই বছরের। আমার মনে হয় যে, মানসিকভাবে আমি এই দুই বয়সের মধ্যে কোথাও আছি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম