Logo
Logo
×

বিনোদন

একাধিক সমস্যা নিয়ে হাসপাতালে অভিনেত্রী লিলি চক্রবর্তী

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৪, ১০:০৮ এএম

একাধিক সমস্যা নিয়ে হাসপাতালে অভিনেত্রী লিলি চক্রবর্তী

ছবি : সংগৃহীত

একাধিক সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি টালিগঞ্জের জনপ্রিয় মুখ লিলি চক্রবর্তী। হাঁটুতে প্রচন্ড ব্যথা নিয়ে গত ৬ অক্টোবর ভর্তি হন হাসপাতালে। সেখানে শারীরিক বিভিন্ন পরীক্ষায় ধরা পড়ে, তার মূত্রনালীতেও সংক্রমণ। 

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারকে অভিনেত্রী বলেন, পূজার আগে ধারাবাহিকের বাড়তি পর্বের শুটিংয়ের চাপ থাকে। সেই অনুযায়ী ধারাবাহিক ‘নিমফুলের মধু’ শুটিং করছিলাম। আচমকাই অসুস্থ হয়ে পড়ি। হাঁটু ব্যথায় কাবু হয়ে পড়ি। ব্যথার কারণে হাঁটতে কষ্ট হচ্ছিল। একটু হাঁটলেই হাঁফিয়ে পড়ছিলাম।

প্রায় সময়ই কলকাতার বিধাননগরের হাসপাতালেই চিকিৎসা নেন লিলি। তিনি বলেছেন, হাঁটুর ব্যথা অনেক কম। হাঁটতে কষ্ট হচ্ছে না। হাঁফাচ্ছি না। অনেকটাই ভাল আছি। তাই চিকিৎসক আগামীকাল আমায় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বাড়ি ফিরে টানা বিশ্রামে থাকার নির্দেশ দিয়েছেন চিকিৎসক। 

লিলি জানিয়েছেন, এখনই তিনি শুটিংয়ে ফিরবেন না। সম্পূর্ণ সুস্থ হয়ে ফের চিকিৎসকের কাছে যাবেন। তিনি ছাড়পত্র দিলে তখন অবস্থা বুঝে ব্যবস্থা।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম