শাকিব খান ও জয়া
ঢালিউডের অন্যতম নায়ক শাকিব খান। একাই রাজত্ব করছেন ঢালিউডে। সবশেষ সিনেমা 'তুফান' দিয়ে যেন বাজিমাত করেছেন। এবার তিনি ঝলক দেখাবেন ক্রিকেট মাঠে। তবে খেলছেন না, খেলাবেন তিনি। এবারের ১১তম বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) আসরে দল কিনেছেন শাকিব খান।
'ঢাকা ক্যাপিটালস' নামে মাঠে খেলবে শাকিবের দল। তা নিয়ে উচ্ছাস প্রকাশ করেছেন ক্রিকেট প্রেমীরা। এবারের আসর অনেক জমজমাট হবে বলেই ধারণা করছেন সংশ্লিষ্টরা । এদিকে খেলার মাঠে শাকিবের আগমনে শুভেচ্ছা জানাতে দেরী করলেন না নন্দিত অভিনেত্রী জয়া আহসান।
অনেক দিন ধরেই নতুন কোনো কাজের খবরে নেই জয়া। তবে তাকে নিয়ে আলোচনার শেষ নেই। এবার শাকিবকে শুভেচ্ছা জানিয়ে নতুন করে আবারও আলোচনায় এ অভিনেত্রী। তিনি শাকিব খান ও তার দল ঢাকা ক্যাপিটালস এর জন্য শুভ কামনা জানান। খেলার মাঠেও উত্তেজনা ছড়িয়ে দিবে শাকিবের দল এমনটাই মনে করছেন এ অভিনেত্রী। এর আগে গত ১০ অক্টোবর জয়া আহসান বাংলাদেশ নারী ক্রিকেট দলকে সমর্থন দিলেন সংযুক্ত আরব আমিরাতে ক্রিকেট স্টেডিয়ামে গিয়ে। নিজেদের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে বাংলাদেশ হারলেও মেয়েদের খেলার দারুণ প্রশংসা করেন জয়া। খেলার মাঠে জয়াকে দেখায় ভক্তদের মনে প্রশ্ন জেগেছে তাহলে কী শাকিবের পথেই হাটছেন জয়া? এমন প্রশ্নের জবাবে জয়া জানান, আপাতত তেমন কোনো ইচ্ছা নেই। ক্রীড়াপ্রেমী হিসেবে গ্যালারিতেই থাকতে বেশি পছন্দ করেন তিনি।এদিকে শাকিব খানের সঙ্গে জয়া জুটি বেঁধে অভিনয় করেছেন ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী ১’ ও ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী ২’ সিনেমায়। দুটি সিনেমা পরিচালনা করেছেন সাফি উদ্দিন।
প্রসঙ্গত, আগামী ২৭ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে বিপিএল আসর। সাত দলের মধ্যে শিরোপায় চোখ রেখেই টুর্নামেন্ট শুরু করবে শাকিব খানের 'ঢাকা ক্যাপিটালস'। স্কোয়াডে থাকছেন- মোস্তাফিজুর রহমান, তানজিদ হাসান তামিম, লিটন দাস, হাবিবুর রহমান, মুকিদুল ইসলাম, আবু জায়েদ, মুশফিক হাসান, সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, আসিফ হাসান,শাহাদাত হোসেন, স্টিফেন এসকিনাজি (ইংল্যান্ড), জনসন চালর্স (ওয়েস্ট ইন্ডিজ), শাহনাওয়াজ দাহানি (পাকিস্তান) এবং থিসারা প্যারেরা (শ্রীলঙ্কা), আমির হামজা (আফগানিস্তান) এবং সাইম আইয়ু্ব (পাকিস্তান)।