Logo
Logo
×

বিনোদন

‘আমার মনের বয়স কখনোই ১৮-এর বেশি না’

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৪, ০৬:২৮ পিএম

‘আমার মনের বয়স কখনোই ১৮-এর বেশি না’

অভিনেত্রী কুসুম শিকদার।২০০২ সালে ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পর শোবিজ অঙ্গনে পা রাখেন তিনি।একের পর এক নাটক ও বিজ্ঞাপনচিত্রে কাজ শুরু করেন।একপর্যায়ে সিনেমাতেও নিজের অবস্থান জানান দেন এই অভিনেত্রী।

ক্যারিয়ারের লম্বা সময় ধরে শোবিজে অনেক খ্যাতি ও প্রশংসা কুড়ান তিনি।তবে দীর্ঘদিন ধরে দর্শকের চোখের আড়ালে ছিলেন এই অভিনেত্রী।

দীর্ঘ বিরতির পর এবার নতুন পরিচয়ে হাজির হলেন কুসুম শিকদার।নাম লিখেছেন নির্মাতার খাতায়।কুসুম শিকদার এখন একজন চলচ্চিত্র পরিচালক। গত শুক্রবার তার নিজের পরিচালিত সিনেমা ‘শরতের জবা’ মুক্তি পেয়েছে।

সিনেমাটি নিয়ে বর্তমানে আলোচনায় রয়েছেন কুসুম।সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে পরিচালক হিসেবে নিজের অভিজ্ঞতা তুলে ধরেছেন তিনি।

তবে ভক্তদের কাছে তিনি সেই আগের কুসুম হয়েই আছেন।তার বয়সের ছাপ একেবারে নেই বললেই চলে।তবে নিজের বয়স নিয়ে মোটেও লুকোচুরি করেন না তিনি। তাই তো সাক্ষাৎকারে বর্তমান বয়স কত- তা অপকটে বলে দিয়েছেন কুসুম।

অভিনেত্রী কুসুম বলেন, ‘আমি নিজেকে কখনোই নায়িকা, সেলিব্রিটি বা পাবলিক ফিগার হিসেবে দেখি না। কাজের জন্য হয়তো পাঁচজন মানুষ আমাকে চেনেন। কোনো স্টারডম নিয়ে থাকতে হবে, কোনো এটিটিউড নিয়ে থাকতে হবে- এগুলো আমি বিশ্বাসই করি না।এ কারণে আমি বয়স লুকাই না; আমার বয়স কত, তা ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় বলে দেই। সঙ্গে আরও একটি বিষয়ও বলি, আমার মনের বয়স কত। আসলে আমার মনের বয়স কখনোই ১৮ এর বেশি না; এই মুহূর্তেও আমার মনের বয়স ১৮।’

অবশ্য পরে নিজের সঠিক বয়সটিও জানিয়ে দেন তিনি।বলেন, ‘আমার জন্ম ৮১ সালে (১৯৮১)। আমার পাসপোর্টে বা সার্টিফিকেটে আছে ৮৩। এখন আমার বয়স ৪৩ এর বেশি।’

কুসুম শিকদার অভিনয় করেছেন তিনটি সিনেমায়। এগুলো হলো- ‘লাল টিপ’, ‘গহীনে শব্দ’ ও ‘শঙ্খচিল’। 

শেষ সিনেমা ‘শঙ্খচিল’র জন্য ২০১৬ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন তিনি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম