Logo
Logo
×

বিনোদন

আশ্বিন মাসে কেন বিয়ে রূপসার, কবে যাচ্ছেন মধুচন্দ্রিমায়?

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৪, ০৩:৩৬ পিএম

আশ্বিন মাসে কেন বিয়ে রূপসার, কবে যাচ্ছেন মধুচন্দ্রিমায়?

ছবি: সংগৃহীত

সদ্য গাঁটছড়া বেঁধেছেন ভারতের বিনোদন জগতের ছোটপর্দার অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায় ও সায়নদীপ সরকার। এক বছর আগে আইন মেনে বিয়ে করেছিলেন তারা। প্রথমে শোনা যাচ্ছিল, ২০২৪ সালের ডিসেম্বরে সামাজিকভাবে বিয়ে করবেন তারা। কিন্তু তার আগেই বিয়ে সারলেন ছোটপর্দার অভিনেত্রী। 

পূজার সময়েই আলাপ হয়েছিল রূপসা ও সায়নদীপের। তাই পূজার সময়েই প্রেমিকের সঙ্গে গাঁটছড়া বাঁধতে পেরে খুশি অভিনেত্রী। তিনি বলেন, আমাদের প্রেমও শুরু হয়েছিল পূজার সময়ে। তাই সবাই বিয়ের দিনটা নিয়ে খুশি ছিল। এটাই আমাদের ভাগ্যে হয়তো লেখা ছিল। এমন কিছু বিষয় থাকে, যার ব্যাখ্যা দেওয়া মুশকিল, মহাজগৎ থেকে কোনো কোনো ইঙ্গিত আমাদের কাছে এসে পৌঁছায়।

পূজার আবহে চার হাত এক করলেন রূপসা ও সায়নদীপ। বিয়ের ছবি ও ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনদের প্রশ্ন— আশ্বিন মাসে বিয়ে হয় নাকি? কেন আশ্বিন মাসে বিয়ে করলেন রূপসা। 

আশ্বিন মাসে বিয়ে করার সিদ্ধান্ত নেওয়ার আগে পুরোহিতের সঙ্গে আলোচনা করা হয়। বিয়ের জন্য বিশেষ দিন খুঁজে বার করা হয় বলে জানান রূপসা। এ অভিনেত্রী বলেন, আমরা পুরোহিতের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নিই। কিছু বিশেষ দিন পঞ্জিকাতেই পাওয়া যায়। তাড়াহুড়ো থাকলে এই তারিখে বিয়ের ব্যবস্থা করা হয়। দেখা যায় মহালয়ার পরের দিন অর্থাৎ প্রতিপদেই একটা ভালো দিন রয়েছে।

আনন্দবাজার অনলাইনের এক সাক্ষাৎকারে রূপসা বলেন, পারিবারিক কারণেই এ সিদ্ধান্ত নিয়েছেন তারা। আসলে অনেকগুলো কাজ বাকি রয়ে গেছে। সেগুলো সারতে হবে। আমার শাশুড়ির পায়ে একটা অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে। সেটা প্রথমে নভেম্বর মাসে হওয়ার কথা ছিল। কিন্তু পায়ের অবস্থা খুব খারাপ হওয়ায় সেই অস্ত্রোপচার আগেই করতে হবে। তাই বিয়ের তারিখও এগিয়ে আনতে হলো। কারণ অস্ত্রোপচার হওয়ার পর বিয়ে করলে, তিনি কোনোভাবেই যোগ দিতে পারবেন না। এটা একটা অন্যতম কারণ বিয়ের তারিখ এগিয়ে আনার।

পূজার আবহেই বিয়ে। তাই এখনো বিয়ের নিয়মকানুন ঘিরেই সময় কাটছে রূপসার। অভিনেত্রী বলেন, সায়ন নতুন কাজে যোগ দিয়েছে। কাল থেকেই ওর কাজ শুরু হয়ে গেছে। এখন দুই-তিন দিন ওকে যেতেই হচ্ছে। এ ছাড়া বিয়ের উপহারগুলোই এখনো খুলে দেখা হয়নি।

সায়নদীপের বাড়িতে লক্ষ্মী পূজা হয়। সেই পূজা সেরেই বেড়াতে যাচ্ছেন নবদম্পতি। তবে এটি তাদের মধুচন্দ্রিমা নয়। তিন দিনের ছুটি পেয়েছেন সায়নদীপ। তখন সিকিম বেড়াতে যাবেন তারা। পরে সময় পেলে লম্বা ছুটিতে মধুচন্দ্রিমার পরিকল্পনা রয়েছে তাদের। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম