Logo
Logo
×

বিনোদন

‘বুড়ির লজ্জা নেই’ ঋতুপর্ণাকে নিয়ে ট্রল

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪, ০৬:৩০ পিএম

‘বুড়ির লজ্জা নেই’ ঋতুপর্ণাকে নিয়ে ট্রল

কলকাতার আরজিকর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় প্রতিবাদ করতে গিয়ে সমালোচনার শিকার হন ভারতীয় বাঙালি অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

আরজিকর কাণ্ডের দুই মাস পেরিয়ে গেলেও সমালোচনা থেমে নেই ঋতুপর্ণা সেনগুপ্তকে নিয়ে।

গতকাল সোমবার পূজা উপলক্ষ্যে একটি ভিডিও শেয়ার করেন ঋতুপর্ণা। সেই ভিডিওর নিচে অনেকেই মন্তব্য করেছেন। অনেকে অভিনেত্রীর সৌন্দর্যের তারিফ করেছেন, আবার কেউ কেউ আরজিকর প্রসঙ্গ টেনে ট্রল করেছেন। 

একজন মন্তব্য করেছেন, ‘তোমাকে দেখে মনেই হয় না বয়স বাড়ছে’!

আরেকজন লেখেন, ‘মিষ্টি দিদি’। তো কেউ আবার ট্রল করে লিখলেন, ‘ন্যাকামো…আনলিমিটেড’। আরেকজন লিখেছেন, ‘বুড়ির লজ্জা নেই’। 

ঋতুপর্ণার জন্ম কলকাতায়। খুব অল্পবয়সেই অঙ্কন, নৃত্যশিল্পে দক্ষতা অর্জন করেন। মাউন্ট কারমেলে স্কুলজীবন শেষ করে লেডি ব্রাবোর্ন কলেজ থেকে ইতিহাসে স্নাতক শেষ করেন ঋতুপর্ণা। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলাবিভাগে স্নাতকোত্তর শ্রেণীতে ভর্তি হন। ১৯৮৯ সালে অভিনয়কে পেশা হিসেবে নেওয়ার পর পড়াশোনায় ইতি টানেন। 

নব্বইয়ের দশকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, চিরঞ্জিত চক্রবর্তী ও অভিষেক চট্টোপাধ্যায়ের সঙ্গে একের পর এক বাণিজ্যিক বাংলা ছবিতে জুটি বেঁধে সাফল‍্যের শিখরে পৌঁছে যান।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম