Logo
Logo
×

বিনোদন

মিস ইউনিভার্স হতে চান রুশ সুন্দরী

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৪, ০১:২১ পিএম

মিস ইউনিভার্স হতে চান রুশ সুন্দরী

মিস রাশিয়া

৫০ জন প্রতিযোগীকে হারিয়ে মিস রাশিয়া ২০২৪ বিজয়ী হয়েছেন ভ্যালেন্টিনা আলেকসিভা। এখন তার লক্ষ্য মিস ইউনিভার্স খেতাব জেতা। যেই লক্ষ্য পূরণে নিজের সবটুকু নিংড়ে দেওয়ার অঙ্গীকার করেছেন এই ১৮ বছর বয়সি সুন্দরী।

চুভাশিয়া প্রজাতন্ত্রের প্রতিনিধিত্ব করে মিস রাশিয়ার খেতাব জেতার পর নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলেকসিভা বলেন, ‘আমার ভবিষ্যৎ পরিকল্পনা অবশ্যই, মিস ইউনিভার্স প্রতিযোগিতায় রাশিয়ার যোগ্য প্রতিনিধিত্ব করা। আমি সম্ভাব্য এবং অসম্ভব সবকিছু করব যাতে আমরা সেরা হতে পারি।’

মিস রাশিয়ার খেতাব জেতার অনুভূতির কথা জানিয়ে আলেকসিভা বলেন, ‘যখন আমি মঞ্চে গিয়েছিলাম, আমি বেশি কিছু আশা করিনি। কারণ আমি মনে করি ওই মুহূর্তটা খুবই গুরুত্বপূর্ণ। কাজেই শুধু মঞ্চ, প্রক্রিয়াটি উপভোগ করুন। সবকিছু যেভাবে হয়েছে তাতে আমি খুশি।’

উল্লেখ্য, ‘মিস রাশিয়া’ রাশিয়ার একটি জাতীয় সৌন্দর্য প্রতিযোগিতা। যেখানে জয়ীরা দুটি প্রধান সৌন্দর্য প্রতিযোগিতা মিস ওয়ার্ল্ড এবং মিস ইউনিভার্সে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পান।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম