কলকাতার আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় ভারতে তোলপাড়।
সেই আন্দোলনে প্রথম থেকেই রাস্তায় নেমেছিলেন ভারতীয় বাংলা ছবির জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। দিনের পর দিন তিনি কাটিয়েছেন রাজপথে। শুধু তাই নয়, দুর্নীতির বিপক্ষে আওয়াজ তোলায় তাকে নিয়ে ক্রমাগত সমালোচনা হয়। অভিনেত্রীকে পুজোয় ছবি রিলিজের কারণেও সমালোচনা সহ্য করতে হয়।
সম্প্রতি তাকে প্রশ্ন করা হয়েছিল, তিনি কি ইন্ডাস্ট্রিতে কারো সঙ্গে প্রেম করেছেন। অভিনেত্রীকে সোজা বলে দিলেন, ‘না, এক্কেবারেই না। এ জীবনে আমি কোনদিন এই ইন্ডাস্ট্রিতে একটাও প্রেম করিনি। আর করবও না।’
যদিও স্বস্তিকার সঙ্গে প্রেমের সম্পর্কে নাম জড়িয়েছিল অভিনেতা জিৎ, পরমব্রত চট্টোপাধ্যায় ও সৃজিত মুখোপাধ্যায়ের।
তাকে জিজ্ঞেস করা হয়েছিল, ইন্ডাস্ট্রিতে আপনার বন্ধু আছে? উত্তরে তিনি বলেন, এত বন্ধু রয়েছে যে আমি গুণে শেষ করতে পারব না। এরপরই তিনি বলেন, ‘সত্যি বলতে আমার কোনো বন্ধু নেই।’
আরজিকর আন্দোলনে তাকে নিয়ে ট্রোল করা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমি এত কষ্ট পাই। মনে হয় মরে যাই। বেঁচে থেকে কী লাভ, এটাই মনে হয়।’